ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্য বিবাহ আয়োজন করায় ওই কিশোরীর অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে কিশোরীর বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিবাহের আয়োজন করনে না মর্মে মুচলেকা নেওয়া হয় ওই কিশোরীর অভিভাবকের কাছ থেকে।
গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে ওই কিশোরীর বাড়িতে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালন আদালত। আদালত তাৎক্ষণিক ভাবে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন। এবং জমিনা ও মুচলেকা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় কনের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় এ জরিমানা করা হয়।