গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। শনাক্তের হার ৫৬.০৪। একই সময়ে করোনায় মারা গেছেন ১৪ ব্যক্তি। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে শুক্রবার (৯ জুলাই) এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭১টি। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। আক্রান্তের হার ৫৬.০৮। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৭ জন।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩২৮ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে এ পর্যন্ত ১৫টি মোবাইল কোর্টে ৮৮২টি মামলা করে ৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।