বিক্ষোভে উত্তাল হযে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। ইতালী প্রবাসী মাসুদ রানার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ফরিদপুরের ভাঙ্গায় ঘণ্টাখানেক ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাজারো এলাকাবাসি। এসময় মহাসড়কের দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
রবিবার বেলা ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে বক্তরা মাসুদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আ্ওতায় আনার দাবী করেন। এসময় বক্তব্য রাখেন নিহতের মা হালিমা বেগম, মো: আসাদুজ্জামান, রাজ্জাক ফকির, নূর মোহাম্মদ প্রমূখ।
উল্লেখ্য নওপাড়া বাসস্ট্যান্ডে রাজুর চা দোকানে গত ১৩ এপ্রিল ইফতারের পর জমি সংক্রান্ত বিরোধের জেরে ইতালি প্রবাসী মাসুদ রানাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় ইমদাদুল হক বাচ্চুকে প্রধান আসামী করে একটি হত্যা মালা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা ধরা ছোঁয়ার বাইরে।উল্টো নিহতের পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে বলে তারা ঊভিযোগ রয়েছে।