ফরিদপুর মধুখালীতে ইউজেলা সমবায় কর্মকর্তা রহাবিবুর রহমানের উপর দুবৃত্তরা হামলা চালিয়েছে।
মধুখালী থানায় লিখিত এজহার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় পৌরসভার ৬নং ওয়াডের পূর্বপাড়াখোলা এরাকায় মোটর সাইকেল যোগে যাওয়ার সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাবিবুর রহমানের রাস্তার উপর মোটরসাইকেলের গতিরোধ করেন সানজিদ হাসান সৌরভ (৩২) ও জনি (৩০)। উভয়ই পৌরসভার বাসিন্দা। এক পর্যায়ে তারা তাকে এলোপাতারী মারধর করে তার কাছে থাকা নগদ চাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে। এ ব্যাপারে মধুখালী খানায় একিট মামলা হয়েছে। মামলার নং : ১৮, তারিখ ২৪ জুলাই ২০২১ খ্রি:ঢ়। হাবিবুর রহমান মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ,শহিদুল ইসলাম জানান, সমবায় কর্মকর্তার উপর হামলা ও প্রাণনাশের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা হয়েছে। আসামীদের ধরতে চেষ্টা চলছে।