ফরিদপুর শহরের কমলাপুর নিবাসী ব্যাংক কর্মকর্তা দেওয়ান মোঃ রেজাউল করিম সোহেল এর পুত্র দেওয়ান অসিফ আরিয়ান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।আরিয়ান ঢাকার আদমজি ক্যান্টলমেন্ট স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র ছিল। তার বয়স হয়েছিল ১১ বছর।তার পিতা দেওয়ান মোঃ রেজাউল করিম সোহেল ঢাকায় সিটি ব্যাংকের ধানমন্ডি শাখায় কর্মরত আছেন।
গত পাচঁ দিন আগে আরিয়ান ঢাকার কল্যানপুরের বাসায় জ্বরে আক্রান্ত হলে ইবনে সিনা হাসপাতালে তাকে ডেঙ্গুর পরীক্ষা দেয়া হয়।টেস্টে তার ডেঙ্গু পজেটিভ হলে ঐ হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে সে মৃত্যু বরন করে।শিশু আরিয়ানের মৃত্যুতে এলাকায় গভীর শেকের ছায়া নেমে আসে।
আজ বৃহস্পতিবার বাদ জহুর ফরিদপুর শহরের কমলাপুর ডিআইবি বটতলা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের আলীপুর কবরস্থানে তার দাদা মরহুম দেওয়ান হাবিবুর রহমানের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় শিশু আরিয়ানকে ।