নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্ম বাষির্কী পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সুর্য্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে বঙ্গমাতার প্রতিকৃতিতে প্রথমেই ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনসহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন।
অপরদিকে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তমজন্ম বাষির্র্কী।
এ ছাড়া শিশু সমাবেশ, কেক কাটা, আলোকচিত্রপ্রদশনী, রক্তদান কর্মসুচি, তথ্যচিত্র ও চলচিত্রপ্রদর্শন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।