বিশিষ্ট সমাজ সেবক মরহুম খন্দকার নূরুল হোসেন (নুরু মিয়া)-র ২য় পুত্র (৬ষ্ট সন্তান), প্রাক্তন মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন এম.পি মহোদয়ের ভাই আ্যমেরিকা প্রবাসী খন্দকার এহতেশাম হোসেন মাসুদ হৃদরোগে আক্রান্ত হয়ে (রাতে) বাংলাদেশী সময়ে আজ সকালে যুক্তরাষ্ট্রে শাহদাত বরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,
মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি অত্যান্ত সাধারন মানুষ ছিলেন, পারিবারিক ভাবে আ্যমেরিকাতে থাকলেও বাংলাদেশের ফরিদপুর জেলার আপামার জনসাধারণের সাথে ছিলো তার গভীর সখ্যতা, তাইতো জীবদশায় তিনি বার বার আ্যমেরিকা থেকে ফিরে আসতেন এবং বিপদে ও আপদে মানুষের পাসে দাড়াতেন বলে সাধারন মানুষের কাছ থেকে জানা যায়। আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে সকলে গভীরভাবে শোকাহত।
তার পরিবারের পক্ষ থেকে তার আত্বার মাগফেরাত ও জান্নাত এর জন্য দোয়া কামনা করেছেনজানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত জানানো হবে শিঘ্রই, পরিবার থেকে জানানো হয়েছে।