ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ঔষধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় এক জুম মিটিং এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু।
এ উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা এ্যডভোকেট আলী আশরাফ নান্নু, আবু বক্কর সিদ্দিকী মিতুল, মোঃ শামিম হোসেন , জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক এ্যডভোকেট হাবিবুর রহমান হাফিজ, যুবদল নেতা মোঃ আরিফুজ্জামান মৃর্ধা অপুসহ নেতা কর্মীর উপস্থিত ছিলেন।
পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু ফরিদপুরে করোনায় আক্রান্ত রোগীদের জন্য তারেক জিয়ার দেয়া ঔষধ নেতাকর্মীদের হাতে তুলে দেন।