ফরিদপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। কমতে শুরু করেছে পদ্মার পানি। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৪ সেন্টি মিটার পানি কমেছে। পানি কমলেও বর্তমানে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। যদিও এখনো দূর্ভোগ কমেনি বন্যা কবলিত এলাকার মানুষের। চর এলাকায় বসবাসকারীরা গো খাদ্য নিয়ে চরম সংকটে পড়েছে।
ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউয়িনের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, তার ইউনিয়নের ১৭ টি গ্রামের দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি বলেন,পাঁচটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এর একটি কার্পেটিং করা, দুই ইট বিছানোও দুটি কাঁচা সড়ক। নর্থ চ্যানেল ইউনিয়নে বন্যার পাশাপাশি ভাঙ্গন দেখা দিয়েছে। ওই ইউনিয়নের শুকুর আলী মৃধার ডাঙ্গী গ্রামে ৩০ একর ফসলী জমি নদীতে বিলিন হয়ে গেছে। বসত বাড়ি ভেঙ্গে গেছে ৫টি,ভাঙ্গনের মুখে পাঁচটি সরিয়ে নেওয়া হচ্ছে।
এ ইউনিয়নে নতুন করে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বরাদ্দ দেওয়া হয়েছে আরও ১০০ প্যাকেট শুকনো খাবার।
সদরের ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বন্যার কারনে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে গেছে। তিনি বলেন, বন্যার পানির তোড়ে সড়ক গুলি ভেঙ্গে গেছে। তিনি বলেন, ১১টি সড়কের নয়টি জায়গা ভেঙ্গে গেছে।তিনি বলেন ১৩টি বাঁশের সাঁকো তৈরি করে যোগাযোগ ব্যবস্থা চালু কারার চেষ্টা চলছে। তিনি বলেন, তার ইউনিয়নের
ফরিদপুর পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, গত ২৪ গোয়ালন্দ পয়েন্টে পদ্মানদীরপানি ৪ সেন্টি মিটার কমলেও বিপদসীমার ৮৪ সেমি উপর দিয়ে প্রবাহিতহচ্ছে। তিনি বলেন, পানি কমতে শুরু করেছে। দুই দিনের মধ্যে আরো পানি কমে যাবে,ফলে বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে যাবে।।