ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লক্ষাধিক টাকা মূল্যের ১৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু। এছাড়া অবৈধ কারেন্টজাল বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জনিমানা করেছেন।
বুধবার বেলা ১১টার থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার থেকে ১০ হাজার মিটার এবং চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে তাৎক্ষণিকভাবে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
অবৈধ কারেন্টজাল বিক্রি করার অপরাধে ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী সদর আলী মাতুব্বর (৪৫), মিজানুর রহমান (৪৩) ও আক্তার মাতুব্বর (৪২) প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং চাঁদহাট বাজারের ব্যবসায়ী গফ্ফার মিয়াকে (৫০) এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রæ বলেন, দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষা করতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন কারেন্ট জাল নিষিদ্ধ। এ জালের কারনে প্রকৃত মৎস্য চাষীরা একদিকে সর্বশান্ত হচ্ছে অপরদিকে ছোট চোট মাসের পোনা ধ্বংস হতে বসেছে। এ অবস্থায় দেশের মৎস্য সম্পদকে রক্ষা করতে হলে কারেন্ট জাল নিশ্চিহ্ন করা জরুরী।