ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের দেশের আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্লাবনভূমি, উন্মুক্ত জলাশয়, সরকারি পুকুর সহ বিভিন্ন ব্যক্তিগত পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্তকরন কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন , চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম, চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম মাহমুদুল হাসান,সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসমিয়া তাস্নিম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । চরভদ্রাসন উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর ,রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পুকুর, চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর, হেলিপ্যাড পুকুর, গাজিরটেক প্লাবনভূমি ,সালেপুর পূর্ব ক্লাস্টার ভিলেজ ,সালেপুর পশ্চিম ক্লাস্টার ভিলেজ, চর কল্যাণপুর ক্লাস্টার ভিলেজ সহ মোট দশটি পয়েন্টে মোট ২০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়