ফরিদপুর পৌরবাসির কাঙ্খিত ফুটবল টুর্নামেন্ট “পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” শুরু হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর থেকে।
শহরের শেখ জামাল স্টেডিয়ামে এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে পৌর সভার ২৭টি ওয়ার্ডের ২৭টি দল অংশ গ্রহন করবে। প্রথম দিনের ম্যাচে পৌরসভার ১০ নং ওয়ার্ড ও ১৮ ওয়ার্ড একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে।
নক আউট পদ্ধতিতে এ টুর্ণামেন্টে অনুষ্ঠিত হবে। এর জন্য দুটি মাঠ প্রস্তুত করা হয়েছে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম ও কোমরপুর এম এ আজিজ হাই স্কুল মাঠ।
ইতিমধ্যে টুর্নামেন্ট কে কেন্দ্র করে শহরের প্রত্যেকটা ওয়ার্ডে চলছে খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ। পৌর মেয়র অমিতাভ বোস জানান, ফরিদপুরের যুবসমাজকে খেলার মাঠে ফিরে আনতে হবে। আবারো শহরে খেলাধুলার পরিবেশ ফিরে আসতে হবে। তারই ধারাবাহিকতায় এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
এদিকে টুনামেন্ট ফিকচার ঘোষণা হওয়ার আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে খেলোয়াড়রা প্র্যাকটিসে নেমে গেছেন। একই সাথে টুনামেন্ট তে ভালো করার জন্য ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের ও আয়োজন চলছে। এতে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের বিপুলসংখ্যক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
এ টুর্নামেন্টটি এমন একটা টুর্নামেন্ট যেখানে শুধুমাত্র নিজ নিজ ওয়ার্ডের খেলোয়াড়ের অংশগ্রহণ করবে এবং বহিরাগত কেন খেলোয়াড় থাকবে না।
আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ফরিদপুরে একটা জমজমাট পূর্ণ টুনামেন্ট হবে এবং এখান থেকেই বেশ কিছু খেলোয়াড় জেলা টিম থেকে পরবর্তীতে জাতীয় টিমে অংশগ্রহণ করতে পারবেন।
সবকিছু মিলে একটা জমজমাট পূর্ণ ও অনেক বড় একটা ফুটবল আসর দেখার অপেক্ষায় রয়েছে ফরিদপুরবাসী।