ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের প্রথম মৃতুবার্ষিকী আজ বুধবার ১৫ সেপ্টেম্বর। দিনটি পালনে বাদ আছর শহরের আলীপুর গোরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব ফরিদপুর আবহানী ক্লাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিকেলে শহরের আলীপুরস্থ উদয়ন ক্লাব প্রঙ্গনে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত,মাহাবুবুর রহমান খান ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফরিদপুর চেম্বার অব কমার্স, ফরিদপুর আবহানী ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত বছর এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।