ফরদিপুর পৌরসভা কে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাংবাদিকদের র্সবাত্মক সহযোগিতা চাইলনে মেয়র অমিতাভ বোস। তিনি শনিবার রাতে ফরদিপুর পৌরসভা মিলনায়তনে পৌর গোল্ডকাপ ফুটবল র্টুনামন্টে ’২০২১ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করনে।
মেয়র অমিতাভ বোস বলনে , যুব সমাজের নৈতকি অবক্ষয় রোধে খলোধুলার গুরুত্ব অপরিসীম। আমরা চাই যুবসমাজ আবার মাঠে ফিরে আসুক। এবং তারা নিয়মিত খেলাধুলা করুক।
এবছর ফুটবল র্টুনামন্টে-এ পৌরসভার ২৭টি ওর্য়াডরে ২৭টি দল অংশ নচ্ছি।
এই র্টুনামন্টেরে অন্যতম বৈশিষ্ট্যি হলো এখানে কোন হায়ারের খেলোয়ার থাকবে না, যে ওর্য়াডের বাসিন্দা তিনি সেই ওয়ার্ডেই খেলবেন। মেয়র অমতিাভ বোস, আগামীকাল ২০ সেপ্টম্বর সবাইকে মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানান।পরে তিনি সাংবাদকিদরে বিভিন্ন প্রশ্নরে জবাব দনে।
এ সময় প্রসেক্লাবের সভাপতি কবরিুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশউির রহমান খোকন, প্রথম আলোর প্রতিনিধি প্রবীর কান্তি বালা, পৌরসভার ১ নং প্যানলে মযে়র মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখনে।
অনুষ্টানে প্রিন্ট ও ইলকেট্রনকি মিডিয়ার সাংবাদকিবৃন্দ উপস্থতি ছিলেন।
এছাড়াও পৌরসভার হিসাব রক্ষণ র্কমর্কতা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী মোল্লা মোহাম্মদ শফকিুর রহমান, উপসহকারী প্রকৌশলী যান্ত্রকি রফকিুল ইসলাম, হিসাব রক্ষক সবুর উল হক, বস্তি উন্নয়ন র্কমর্কতা মোঃ আহাদুজ্জামানসহ পৌরসভার র্কমর্কতা-র্কমচারীবৃন্দ উপস্থতি ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করনে ফরদিপুর পৌরসভার সচবি তানজলিুর রহমান মলিন।