ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিন ছুটি থাকবে জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার ৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা এক নজরে বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৩ সেপ্টেম্বর

ফরিদপুরে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০২:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৬ Time View

ফরিদপুরে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার বেলা ১১টা হতে রাত ৯টা ২০ পর্যন্ত ফরিদপুর সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই তরুণদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেলগুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই পাঁচ তরুণ হলেন, ফরিদপুরের সালথার দোহার গট্টি গ্রামের মো. শামীম মাতুব্বর (২১), কুজুরদিয়া গ্রামের মো. হাসিবুল হাসান (২২), রাহুতপাড়া গ্রামের আসিব খান (২০) এবং ফরিদপুর সদরের বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকার মো. তানজিল হাসান (২৪) ও ফরিদপুর শহরের গোয়ালচাম্ট মহল্লার মো. শান্ত ইসলাম (২১)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

লিখিত বক্তব্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের মহিলা রোড বাজার এলাকা হতে শামীম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি চোরাই সুজুকি জিকসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই সময় মো. হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে ফরিদপুর সদরের বিলনালিয়া এলাকা হতে বিকেল ৫ টার দিকে তানজিল হাসনকে গ্রেপ্তার করা হয় তাঁর জিম্মা থেকে উদ্ধার করা হয় ইউনিক ইউডি ১০০ নামের একটি মোটরসাইকেল। এর পর ৬টা ৪৫ এর সময় ফরিদপুর সদরের বউঘাটা বাজার হতে টিভিএস এ্যাপাচি

মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় আসিব খানকে। ওইদিন রাত ৯টা ২০ এর দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বেথুয়াবাড়ী সড়ক থেকে পালসার এনএস ১৬০ মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় মো. শান্ত ইসলামকে।

এ ব্যাপারে ফরিদপুর গোয়ন্দো পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুর জব্বার বাদী হয়ে ওই পাঁচ তরুনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলাদায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্ত্ াগোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, ওই পাঁচ আসামিকে রবিবার জেলার এক নম্বর আমলী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আরও তথ্যের জন্য আসামিদের পরবর্তিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :
জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

ফরিদপুরে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ

Update Time : ০২:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার বেলা ১১টা হতে রাত ৯টা ২০ পর্যন্ত ফরিদপুর সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই তরুণদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেলগুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই পাঁচ তরুণ হলেন, ফরিদপুরের সালথার দোহার গট্টি গ্রামের মো. শামীম মাতুব্বর (২১), কুজুরদিয়া গ্রামের মো. হাসিবুল হাসান (২২), রাহুতপাড়া গ্রামের আসিব খান (২০) এবং ফরিদপুর সদরের বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকার মো. তানজিল হাসান (২৪) ও ফরিদপুর শহরের গোয়ালচাম্ট মহল্লার মো. শান্ত ইসলাম (২১)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

লিখিত বক্তব্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের মহিলা রোড বাজার এলাকা হতে শামীম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি চোরাই সুজুকি জিকসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই সময় মো. হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে ফরিদপুর সদরের বিলনালিয়া এলাকা হতে বিকেল ৫ টার দিকে তানজিল হাসনকে গ্রেপ্তার করা হয় তাঁর জিম্মা থেকে উদ্ধার করা হয় ইউনিক ইউডি ১০০ নামের একটি মোটরসাইকেল। এর পর ৬টা ৪৫ এর সময় ফরিদপুর সদরের বউঘাটা বাজার হতে টিভিএস এ্যাপাচি

মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় আসিব খানকে। ওইদিন রাত ৯টা ২০ এর দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বেথুয়াবাড়ী সড়ক থেকে পালসার এনএস ১৬০ মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় মো. শান্ত ইসলামকে।

এ ব্যাপারে ফরিদপুর গোয়ন্দো পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুর জব্বার বাদী হয়ে ওই পাঁচ তরুনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলাদায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্ত্ াগোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, ওই পাঁচ আসামিকে রবিবার জেলার এক নম্বর আমলী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আরও তথ্যের জন্য আসামিদের পরবর্তিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।