২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে আমির খানের পরের ছবি ‘লাল সিং চাড্ডা’। পিছিয়ে নেই শাহরুখ-সালমানও। তারা হাজির হচ্ছেন নতুন ছবি নিয়ে, সব মিলিয়ে জমজমাট একটি বছর পাচ্ছে বলিউড দর্শকেরা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ২২ অক্টোবর থেকে সে রাজ্যের প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতেই একের পর এক ছবি মুক্তির তারিখ ঘোষণা আসছে। কয়েকদিনের মধ্যে বড় তারকাদের ১৭টি ছবির ঘোষণা দেয় প্রযোজকরা।
কিন্তু বলিউডের বাদশাহ ও ভাইজানের ছবি মুক্তির জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। জানা গেছে, চার মাসের ব্যবধানে মুক্তি পাবে তাদের ছবি।
চার বছর পর শাহরুখ ‘পাঠান’ দিয়ে পর্দায় আসবেন ২০২২ সালের ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে, সালমানের ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে বড়দিনে। শাহরুখের ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অন্য ছবিতে সালমান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আছেন ইমরান হাশমি।
দুটি ছবিরই প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মস। দুটি ছবির মুক্তির মধ্যে এই ব্যবধান রাখা হয়েছে খুব ভেবেচিন্তেই। কোনোভাবেই যাতে একটি ছবি আরেকটির ক্ষতি করতে না পারে।
দুটি ছবিতেই দুই তারকা গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। তা ছাড়া শাহরুখকে যেমন ‘টাইগার থ্রি’-এ অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে, ‘পাঠান’-এও সালমান কয়েক মুহূর্তের জন্য অভিনয় করবেন। আর দুজনকে আলাদা আলাদাভাবে নব্বই দশকের জনপ্রিয় নায়কের ভূমিকায় দেখা যাবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’য়।