দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করে, স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে গ্রীষ্মকালীণ পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে দেশের পেঁয়াজের চাহিদা পূরণ করার লক্ষে ফরিদপুরে শুরু হয়েছে গ্রীষ্মকালীণ পেঁয়াজ বীজের চাষ।
শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর মাঠে কৃষাণী শাহীদা বেগমের জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজের রোপনের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক, উপ পরিচালক মো. হজরত আলী, জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষাণী শাহীদা বেগম বলেন, ফরিদপুর পেঁয়াজের বীজ উৎপাদনে প্রথম এবং পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে। পেয়াজে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সরা বছর পেয়াজ চাষ করার পরিকল্পতার অংশ হিসেবে এ গ্রীষ্মকালিন পেয়াজের বীজ উৎপদন শুরু করেছি।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান বলেন, বর্তমান সরকারের কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে আজ কৃষক শাহীদা বেগমের ক্ষেতে গ্রীষ্মকালীণ পেঁয়াজ বীজের চাষ শুরু হয়েছে। এখানকার উৎপাদিত বীজ আগামিতে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আমরা চাই পেঁয়াজ উৎপাদনে সয়ংসম্পূর্ণ হতে, আমরা আর অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে চাই না।
শিরোনাম
ফরিদপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজের আবাদ শুরু
-
মাহবুব পিয়াল
- Update Time : ০১:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- ২৮৫ Time View
Tag :
জনপ্রিয়