সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ জানুয়ারি তিনি হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগের বিচারপতি পদে উন্নীত হন তিনি। চলতি সপ্তাহের রবিবার (৩০ জানুয়ারি) তার শপথ গ্রহণের কথা ছিলো।
সেদিন শপথ নেন তিন বিচারপতি বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। করোনা আক্রান্ত হওয়ায় এফ আর এম নাজমুল আহাসান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।