ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা ফরিদপুরের ব্যবসায়ী খান মাহবুব এর ৫ম মৃত্যু বার্ষিকী আজ ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে, নিহত ৫৩ সারাদেশে ৪ কোটি ৯০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে কৃষকদের জন্যপল্লীকবি জসীমউদ্দীন কৃ‌ষি পাঠাগার উদ্বোধন

ফ‌রিদপু‌রের সালথায় কৃষক‌দের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য পল্লীকবি জসীমউদ্দীন কৃ‌ষি পাঠাগা‌রের শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার বিকাল ৪টায় সালথা উপজেলার আটঘর ইউ‌নিয়‌নের সাড়ুক‌দিয়া গ্রা‌মের কৃষক র‌নো‌ গোপাল সরকা‌রের বাড়ি‌তে কৃষকদের জন্য এই পাঠাগার চালু করা হয়।

কৃ‌ষি সম্প্রসারণ   ‌অধিদপ্তর সালথার আয়োজ‌নে সালথা উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা জীবাংশু দা‌সের সভা‌পত্বি‌তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃ‌ষি সম্প্রসারণ অধি‌দপ্ত‌র ফ‌রিদপুর অঞ্চ‌লের অ‌তি‌রিক্ত প‌রিচালক কৃ‌ষি‌বিদ স্বপন কুমার । বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, ফ‌রিদপু‌রের কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক ড. মো: হযরত আলী, সালথা উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।

এছাড়া উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র, বীর মু‌ক্তি‌যোদ্ধা সাত্তার শেখ, সালথা উপ‌জেলা উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা মো. রেজাউল ক‌রিম, মো. আজাদ হো‌সেন জোদ্দার, কৃষক র‌নো গোপাল সরকার, জামাল ফ‌কির, বিমল কুমার দত্ত, স‌লেমান শিকদার প্রমুখ। উদ্বো‌ধনী অনুষ্ঠা‌নে অতিথিরা ব‌লেন, আধুনিক উপায়ে কীভাবে চাষাবাদ করা যায়, এ সম্পর্কে চাষিদের তেমন কোন অভিজ্ঞ থাকে না। তাঁরা যাতে পল্লীকবি জসীমউদ্দীন কৃ‌ষি পাঠাগা‌রে এসে কৃষিবিষয়ক বই পড়ে নতুন নতুন কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি বিষয়ক তথ্য জান‌তে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা পড়তে জানেন না, তাঁদের জন্য পাঠাগারে নিয়োগকৃত লোক বই পাঠ করবেন। কৃষক শুনে শুনে কৃষি বিষয়ে জ্ঞান আহরণ করবেন।

Tag :
জনপ্রিয়

১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

ফরিদপুরে কৃষকদের জন্যপল্লীকবি জসীমউদ্দীন কৃ‌ষি পাঠাগার উদ্বোধন

Update Time : ০৫:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

ফ‌রিদপু‌রের সালথায় কৃষক‌দের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য পল্লীকবি জসীমউদ্দীন কৃ‌ষি পাঠাগা‌রের শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার বিকাল ৪টায় সালথা উপজেলার আটঘর ইউ‌নিয়‌নের সাড়ুক‌দিয়া গ্রা‌মের কৃষক র‌নো‌ গোপাল সরকা‌রের বাড়ি‌তে কৃষকদের জন্য এই পাঠাগার চালু করা হয়।

কৃ‌ষি সম্প্রসারণ   ‌অধিদপ্তর সালথার আয়োজ‌নে সালথা উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা জীবাংশু দা‌সের সভা‌পত্বি‌তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃ‌ষি সম্প্রসারণ অধি‌দপ্ত‌র ফ‌রিদপুর অঞ্চ‌লের অ‌তি‌রিক্ত প‌রিচালক কৃ‌ষি‌বিদ স্বপন কুমার । বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, ফ‌রিদপু‌রের কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক ড. মো: হযরত আলী, সালথা উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।

এছাড়া উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র, বীর মু‌ক্তি‌যোদ্ধা সাত্তার শেখ, সালথা উপ‌জেলা উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা মো. রেজাউল ক‌রিম, মো. আজাদ হো‌সেন জোদ্দার, কৃষক র‌নো গোপাল সরকার, জামাল ফ‌কির, বিমল কুমার দত্ত, স‌লেমান শিকদার প্রমুখ। উদ্বো‌ধনী অনুষ্ঠা‌নে অতিথিরা ব‌লেন, আধুনিক উপায়ে কীভাবে চাষাবাদ করা যায়, এ সম্পর্কে চাষিদের তেমন কোন অভিজ্ঞ থাকে না। তাঁরা যাতে পল্লীকবি জসীমউদ্দীন কৃ‌ষি পাঠাগা‌রে এসে কৃষিবিষয়ক বই পড়ে নতুন নতুন কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি বিষয়ক তথ্য জান‌তে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা পড়তে জানেন না, তাঁদের জন্য পাঠাগারে নিয়োগকৃত লোক বই পাঠ করবেন। কৃষক শুনে শুনে কৃষি বিষয়ে জ্ঞান আহরণ করবেন।