ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে ইসরায়েল সরকার ফিলিপাইনের শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির আশঙ্কা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১০ অক্টোবর শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষও: পাটওয়ারী জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবানের বিয়ের ছবি ভাইরাল

নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবানের দীর্ঘ সাত বছরের প্রেমের পর্ব চুকিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাস হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সকাল সকাল বিগনেশ ও নয়নতারার বিয়েতে হাজির হয়েছেন আগামী ছবি’র ‘জওয়ান’র নায়ক শাহরুখ খান। সঙ্গে রয়েছেন তার ম্যানেজার পূজা।

আরও হাজির হয়েছেন জওয়ান এর পরিচালক অ্যাটলি কুমার।

খুব বড় আয়োজনের না হলেও কম ছোট আয়োজন হয়নি বিয়ে। নয়নতারার বিয়েতে হাজির হওয়ার পর শাহরুখের সেখানকার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় সাদা শার্ট ও বেজ কালারের কোর্ট, চোখে সানগ্লাস। বিগনেশের সঙ্গেও একটি ছবিতে দেখা যায় শাহরুখ ও তার ম্যানেজার পুজাকে।

বিয়ের দিন নয়নতারার পরনে ছিল ঐতিহ্যবাহী লাল শাড়ি এবং বিগনেস শিবান একটি ঐতিহ্যবাহী সোনালি বর্ডারযুক্ত ভেষ্টির ওপর ক্রিম রঙের কুর্তা পরেছিলেন। বর এবং কনের বিয়ের পোশাকগুলো মনিকা শাহের জাদের ডিজাইন করা। নয়নতারার লাল শাড়ির সঙ্গে সবুজ-পাথরের চোকার সেট ডিজাইন করা হয়েছিল, একই রকম পাথরের আরেকটি নেকপিস এবং ছয়টি স্ট্রিংয়ে একটি দীর্ঘ নেকপিস যুক্ত করা হয়েছিল।

kalerkanthoএই ছবিটিই নেটিজেনরা পছন্দ করেছেন

ঐতিহ্যবাহী খোঁপা এবং সাদা ফুলের একটি গজরার সঙ্গে তার আনুষাঙ্গিক চুল বেঁধে নয়নতারার ব্রাইডাল মেকআপ করেছিলেন সেলিব্রিটি মেক-আপ আর্টিস্ট পুনিত বি সাইনি। তিনি সেই শিল্পী যিনি বিয়ের দিন আলিয়া ভাটকে ডল আপ করেছিলেন। এর পাশাপাশি দীপিকা পাড়ুকোনের স্টাইলিস্ট শালিনা নাথানি, নয়নতারাকে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করেছিলেন।

এই সাজ নিয়েই টুইটারে নয়নতারা নিজের ও বিগনেশের একটি করে ছবি প্রকাশ করেছেন। তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।

পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ে সারেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খান, অ্যাটলি কুমার, বিজয় সেতুপতি, মণিরত্নমসহ আরও অনেকে।

Tag :
জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে

নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবানের বিয়ের ছবি ভাইরাল

Update Time : ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২

নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবানের দীর্ঘ সাত বছরের প্রেমের পর্ব চুকিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাস হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সকাল সকাল বিগনেশ ও নয়নতারার বিয়েতে হাজির হয়েছেন আগামী ছবি’র ‘জওয়ান’র নায়ক শাহরুখ খান। সঙ্গে রয়েছেন তার ম্যানেজার পূজা।

আরও হাজির হয়েছেন জওয়ান এর পরিচালক অ্যাটলি কুমার।

খুব বড় আয়োজনের না হলেও কম ছোট আয়োজন হয়নি বিয়ে। নয়নতারার বিয়েতে হাজির হওয়ার পর শাহরুখের সেখানকার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় সাদা শার্ট ও বেজ কালারের কোর্ট, চোখে সানগ্লাস। বিগনেশের সঙ্গেও একটি ছবিতে দেখা যায় শাহরুখ ও তার ম্যানেজার পুজাকে।

বিয়ের দিন নয়নতারার পরনে ছিল ঐতিহ্যবাহী লাল শাড়ি এবং বিগনেস শিবান একটি ঐতিহ্যবাহী সোনালি বর্ডারযুক্ত ভেষ্টির ওপর ক্রিম রঙের কুর্তা পরেছিলেন। বর এবং কনের বিয়ের পোশাকগুলো মনিকা শাহের জাদের ডিজাইন করা। নয়নতারার লাল শাড়ির সঙ্গে সবুজ-পাথরের চোকার সেট ডিজাইন করা হয়েছিল, একই রকম পাথরের আরেকটি নেকপিস এবং ছয়টি স্ট্রিংয়ে একটি দীর্ঘ নেকপিস যুক্ত করা হয়েছিল।

kalerkanthoএই ছবিটিই নেটিজেনরা পছন্দ করেছেন

ঐতিহ্যবাহী খোঁপা এবং সাদা ফুলের একটি গজরার সঙ্গে তার আনুষাঙ্গিক চুল বেঁধে নয়নতারার ব্রাইডাল মেকআপ করেছিলেন সেলিব্রিটি মেক-আপ আর্টিস্ট পুনিত বি সাইনি। তিনি সেই শিল্পী যিনি বিয়ের দিন আলিয়া ভাটকে ডল আপ করেছিলেন। এর পাশাপাশি দীপিকা পাড়ুকোনের স্টাইলিস্ট শালিনা নাথানি, নয়নতারাকে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করেছিলেন।

এই সাজ নিয়েই টুইটারে নয়নতারা নিজের ও বিগনেশের একটি করে ছবি প্রকাশ করেছেন। তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।

পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ে সারেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খান, অ্যাটলি কুমার, বিজয় সেতুপতি, মণিরত্নমসহ আরও অনেকে।