ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে ইসরায়েল সরকার ফিলিপাইনের শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির আশঙ্কা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১০ অক্টোবর শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষও: পাটওয়ারী জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে বিগ অ্যারেজমেন্টর ছবি ‘দিন দ্য ডে’

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে বিগ অ্যারেজমেন্টর ছবি ‘দিন দ্য ডে’। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার অ্যাকশন থ্রিলার সিনেমাটি শতাধিক হলে মুক্তি পাবে বলে হল মালিক ও বুকিং এজেন্টরা এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এতে করে  বিগ কাস্টিং ‘অপারেশান সুন্দরবন’ ঈদে আসবে কিনা দেখা দিয়েছে সংশয়। ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে হল মালিক ও বুকিং এজেন্টদের নিয়ে রবিবার অভিজাত মুধমিতা সিনেমা হলে ট্রেলার প্রদর্শনীর আয়োজন করেন প্রযোজক অভিনেতা অনন্ত জলিল। এদিন উপস্থিত সকলের মুখেই দিন দ্য ডে’র প্রশংসা শোনা গেছে।
জানা গেছে, এদিন সারাদেশ থেকে হল মালিকদের বড় একটা অংশ উপস্থিত হন। এছাড়া শতাধিক বুকিং এজেন্টসহ পাঁচ শতাধিক সিনেমা সংশ্লিষ্টগণ এদিন উপস্থিত হন।
অনুষ্ঠানে অনন্ত জলিল ভেদাভেদ ভুলে ইন্ডাস্ট্রিকে এক হওয়ার আহ্বান জানান। বলেন, বিশ^ায়নের এই যুগে কেবল স্বল্প বাজেট নিয়ে সিনেমা নির্মাণ অসম্ভব। সে কারণেই আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়া যায় এমন গল্প বাছাই করেছি। এতে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। আমি মনে করি এ ধারাটি আপনারা (হল মালিক ও বুকিং এজেন্ট) আমার পাশে থাকলে প্রতি বছর এমন প্রডাকশন দেওয়া সম্ভব।
জলিল বলেন, বলছি না আমার ছবি-ই আপনারা চালাবেন। সিনেমা মনে হয় এমন সকল ছবি-ই আপনারা চালাবেন। পলিটিক্স করে কি হয়? আমাদের ইন্ডাস্ট্রি এই পলিটিক্সের বলি হচ্ছে, সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসুন ভেদাভেদ ভুলে এক হই।
তিনি বলেন, আমি চেষ্টা করতে পারি কারণ আমার সে সুযোগ আছে কিন্তু দেশীয় বাজারে আপনাদের সাহায্য লাগবে।
এদিন ট্রেলার ছাড়াও সিনেমাটির ১৫ মিনিটের বিহাইন্ড দ্য সিন এবং তিনটি গান দেখানো হয়। উপস্থিত অংশীজনরা এ সময় বিপুল করতালিতে মুখরিত করেন।
সিনেমার ট্রেলার দেখে প্রদর্শক সমিতির সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মিয়া বলেন, দর্শক ছবিটি দেখতে আসবে। কারণ দর্শক বিদেশি ফ্লেবারের সিনেমা চায়। এ সিনেমায় সব আছে।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, আমি সব ছবিকে সিনেমা বলতে নারাজ তবে এ ছবিটাকে সিনেমা বলবো কারণ এটা সত্যিকারভাবে আমাদের সিনেমা হয়ে উঠেছে। দর্শক পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন এমন সব কিছুই এতে আছে।
প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বিগ বিগ বাজেটের সিনেমা নির্মাণের যে ঝুঁকি অনন্ত জলিল দেখিয়েছেন এটা করে তিনি আবার প্রমাণ করলেন ‘অসম্ভবকে সম্ভব করাই তার কাজ’।
মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ দিন দ্য ডে এবং অনন্ত জলিলের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
অপরদিকে বগুড়ার মধুবন, মুন্সীগঞ্জের পান্না, জিঞ্জিরার নিউ গুলশান, ঢাকার মধুমিতা, চিত্রা, যশোরের মনিহারসহ শতাধিক হলে সিনেমাটি চালানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বুকিং এজেন্টরা।
সিনেমার বাজেট নিয়ে অনন্ত জলিল বলেন, সিনেমাটির প্রকাশ হওয়া ট্রেলারটি যখন করা হয়েছে তখন সিনেমার ৪০ ভাগ সম্পন্ন হয়েছে। আর দিন – দ্য ডে সিনেমার বাজেট নিয়ে যেটা বলব, বাংলাদেশে সিনেমাটির যে শুটিং হয়েছে তার খরচ আমি দিয়েছি। দেশের বাইরে শুটিংয়ে যে খরচ হয়েছে তা দিয়েছে ইরান।
চিত্রনায়ক অনন্ত জলিল আরো বলেন, এই সিনেমাতে ইরানের যে বিনিয়োগ এ বিষয়ে আমি আগেও বলেছি এখনো বলি, এখানে তাদের একশ’ কোটিরও বেশি ইনভেস্ট আছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন- দিন দ্য ডে’র ট্রেলার দেখার পর সিয়াম অভিনীত ও দিপংকর দীপন পরিচালিক ‘অপারেশান সুন্দরবন’ পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদে আসবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
Tag :
জনপ্রিয়

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে বিগ অ্যারেজমেন্টর ছবি ‘দিন দ্য ডে’

Update Time : ০৫:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে বিগ অ্যারেজমেন্টর ছবি ‘দিন দ্য ডে’। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার অ্যাকশন থ্রিলার সিনেমাটি শতাধিক হলে মুক্তি পাবে বলে হল মালিক ও বুকিং এজেন্টরা এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এতে করে  বিগ কাস্টিং ‘অপারেশান সুন্দরবন’ ঈদে আসবে কিনা দেখা দিয়েছে সংশয়। ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে হল মালিক ও বুকিং এজেন্টদের নিয়ে রবিবার অভিজাত মুধমিতা সিনেমা হলে ট্রেলার প্রদর্শনীর আয়োজন করেন প্রযোজক অভিনেতা অনন্ত জলিল। এদিন উপস্থিত সকলের মুখেই দিন দ্য ডে’র প্রশংসা শোনা গেছে।
জানা গেছে, এদিন সারাদেশ থেকে হল মালিকদের বড় একটা অংশ উপস্থিত হন। এছাড়া শতাধিক বুকিং এজেন্টসহ পাঁচ শতাধিক সিনেমা সংশ্লিষ্টগণ এদিন উপস্থিত হন।
অনুষ্ঠানে অনন্ত জলিল ভেদাভেদ ভুলে ইন্ডাস্ট্রিকে এক হওয়ার আহ্বান জানান। বলেন, বিশ^ায়নের এই যুগে কেবল স্বল্প বাজেট নিয়ে সিনেমা নির্মাণ অসম্ভব। সে কারণেই আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়া যায় এমন গল্প বাছাই করেছি। এতে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। আমি মনে করি এ ধারাটি আপনারা (হল মালিক ও বুকিং এজেন্ট) আমার পাশে থাকলে প্রতি বছর এমন প্রডাকশন দেওয়া সম্ভব।
জলিল বলেন, বলছি না আমার ছবি-ই আপনারা চালাবেন। সিনেমা মনে হয় এমন সকল ছবি-ই আপনারা চালাবেন। পলিটিক্স করে কি হয়? আমাদের ইন্ডাস্ট্রি এই পলিটিক্সের বলি হচ্ছে, সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসুন ভেদাভেদ ভুলে এক হই।
তিনি বলেন, আমি চেষ্টা করতে পারি কারণ আমার সে সুযোগ আছে কিন্তু দেশীয় বাজারে আপনাদের সাহায্য লাগবে।
এদিন ট্রেলার ছাড়াও সিনেমাটির ১৫ মিনিটের বিহাইন্ড দ্য সিন এবং তিনটি গান দেখানো হয়। উপস্থিত অংশীজনরা এ সময় বিপুল করতালিতে মুখরিত করেন।
সিনেমার ট্রেলার দেখে প্রদর্শক সমিতির সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মিয়া বলেন, দর্শক ছবিটি দেখতে আসবে। কারণ দর্শক বিদেশি ফ্লেবারের সিনেমা চায়। এ সিনেমায় সব আছে।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, আমি সব ছবিকে সিনেমা বলতে নারাজ তবে এ ছবিটাকে সিনেমা বলবো কারণ এটা সত্যিকারভাবে আমাদের সিনেমা হয়ে উঠেছে। দর্শক পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন এমন সব কিছুই এতে আছে।
প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বিগ বিগ বাজেটের সিনেমা নির্মাণের যে ঝুঁকি অনন্ত জলিল দেখিয়েছেন এটা করে তিনি আবার প্রমাণ করলেন ‘অসম্ভবকে সম্ভব করাই তার কাজ’।
মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ দিন দ্য ডে এবং অনন্ত জলিলের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
অপরদিকে বগুড়ার মধুবন, মুন্সীগঞ্জের পান্না, জিঞ্জিরার নিউ গুলশান, ঢাকার মধুমিতা, চিত্রা, যশোরের মনিহারসহ শতাধিক হলে সিনেমাটি চালানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বুকিং এজেন্টরা।
সিনেমার বাজেট নিয়ে অনন্ত জলিল বলেন, সিনেমাটির প্রকাশ হওয়া ট্রেলারটি যখন করা হয়েছে তখন সিনেমার ৪০ ভাগ সম্পন্ন হয়েছে। আর দিন – দ্য ডে সিনেমার বাজেট নিয়ে যেটা বলব, বাংলাদেশে সিনেমাটির যে শুটিং হয়েছে তার খরচ আমি দিয়েছি। দেশের বাইরে শুটিংয়ে যে খরচ হয়েছে তা দিয়েছে ইরান।
চিত্রনায়ক অনন্ত জলিল আরো বলেন, এই সিনেমাতে ইরানের যে বিনিয়োগ এ বিষয়ে আমি আগেও বলেছি এখনো বলি, এখানে তাদের একশ’ কোটিরও বেশি ইনভেস্ট আছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন- দিন দ্য ডে’র ট্রেলার দেখার পর সিয়াম অভিনীত ও দিপংকর দীপন পরিচালিক ‘অপারেশান সুন্দরবন’ পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদে আসবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।