ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিন ছুটি থাকবে জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার ৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা এক নজরে বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৩ সেপ্টেম্বর

ফরিদপুরে আলমগীর হত্যা মামলার ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার

মাহবুব পিয়াল,ফরিদপুর : ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের আলমগীর মাতুব্বর হত্যা মামলার প্রধান আসামী কাউসার মাতুব্বর সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ।  মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, সারোয়ার মাতব্বর(৫০), সানু মাতব্বর (৫৩), ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।

র‌্যাব-০৮,সিপিসি-২, ফরিদপুর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার রমনা থানা এলাকা হতে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদেন ভিত্তিতে সোমবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। এতোদিন গ্রেফতারের ভয়ে তারা আত্মগোপনে ছিলো।

এদিকে আলমগীর মাতুব্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে  মঙ্গলবার দুপুরে ছোট খারদিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। নিহতের পরিবার ও গ্রামবাসী এতে যোগ দেন। এসময় তারা অভিযোগ করেন, মামলার অন্যান্য আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

নিহত আলমগীর মাতুব্বরের স্ত্রী বিলকিস বেগম বলেন, আসামীদের অনেকে এরইমধ্যে জামিনে বেরিয়ে এসে তাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে। এসময় তারা দলবল সহকারে এসে বাড়িঘরে হামলা ও হত্যকান্ডের ভয়াবহ বর্ণনা তুলে ধরে আসামীদের বিচার ও শাস্তি দাবি করেন।

এসময় অন্যান্যের মধ্যে নিহতের দুই মেয়ে, হাজি আব্দুল জলিল মাতুব্বর, মো. আইয়ুব মাতুব্বর সহ পরিবার পরিজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

গত ১৩ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে। এ ঘটনায় ৫৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার ৪৫ জন আসামী এরইমধ্যে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে। এখনো ৯ জন আসামী পলাতক রয়েছেন।

Tag :
জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

ফরিদপুরে আলমগীর হত্যা মামলার ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার

Update Time : ০৬:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

মাহবুব পিয়াল,ফরিদপুর : ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের আলমগীর মাতুব্বর হত্যা মামলার প্রধান আসামী কাউসার মাতুব্বর সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ।  মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, সারোয়ার মাতব্বর(৫০), সানু মাতব্বর (৫৩), ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।

র‌্যাব-০৮,সিপিসি-২, ফরিদপুর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার রমনা থানা এলাকা হতে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদেন ভিত্তিতে সোমবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। এতোদিন গ্রেফতারের ভয়ে তারা আত্মগোপনে ছিলো।

এদিকে আলমগীর মাতুব্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে  মঙ্গলবার দুপুরে ছোট খারদিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। নিহতের পরিবার ও গ্রামবাসী এতে যোগ দেন। এসময় তারা অভিযোগ করেন, মামলার অন্যান্য আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

নিহত আলমগীর মাতুব্বরের স্ত্রী বিলকিস বেগম বলেন, আসামীদের অনেকে এরইমধ্যে জামিনে বেরিয়ে এসে তাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে। এসময় তারা দলবল সহকারে এসে বাড়িঘরে হামলা ও হত্যকান্ডের ভয়াবহ বর্ণনা তুলে ধরে আসামীদের বিচার ও শাস্তি দাবি করেন।

এসময় অন্যান্যের মধ্যে নিহতের দুই মেয়ে, হাজি আব্দুল জলিল মাতুব্বর, মো. আইয়ুব মাতুব্বর সহ পরিবার পরিজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

গত ১৩ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে। এ ঘটনায় ৫৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার ৪৫ জন আসামী এরইমধ্যে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে। এখনো ৯ জন আসামী পলাতক রয়েছেন।