ফরিদপুর প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব এর মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জান সোহেল এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাহেব ছারোয়ার,জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির ,কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে নতুন করে আসামি শ্রেণীভুক্তকরন প্রক্রিয়ার প্রতিবাদ জানান। তারা দাবি করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার নীল নকশা হিসেবে কতিপয় দুষ্কৃতিকারী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নাম জড়িয়ে দিয়েছে, নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।