এই দুই কালজয়ী মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর। ভারতে এর আগেই চালু হলেও এবার বাংলাদেশে এই জাদুঘরের উদ্বোধন করা হলো।
শুক্রবার (২৬ মার্চ) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল যাদুঘর উদ্বোধন করেছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু স্মারক বক্তব্য রাখেন তিনি।
এই জাদুঘরে দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে। এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে কিছুদিন রাখার পর শিল্পকলা একাডেমিতে জনসাধারনের জন্য উন্মুক্ত করা হবে।