ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া টোলপ্লাজা এলাকায় চেকপোষ্ট বসিয়ে ৪শ’ ৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল বুধবার ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া টোল প্লাজা এলাকায় চেক পোষ্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী সুমন বিশ্বাস (২৯) কে ৪’শ ৯১ বোতল ফেন্সিডিলসহ আটক করে র্যাব। সে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের শ্রী পদবী বিশ্বাসের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অনান্য আলামত সহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।