অস্কারের ৯৪তম আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা এই বিভাগে প্রতিযোগিতা করবে বলে জানান নির্মাতা গাজী রাকায়েত।
গাজী রাকায়েত বলেন, ‘‘দ্য গ্রেভ’ ও ‘গোর’ দুটো আলাদা ভাষার সিনেমা। একটি বাংলা, অন্যটি ইংরেজি। বাংলা ভাষা হিসেবে ‘গোর’ ছবিটি জমা দেইনি। ‘দ্য গ্রেভ’ সাধারণ বিভাগে জমা দিয়েছি।’’
তিনি আরও বলেন, ‘‘অস্কার হলো আমেরিকান অ্যাওয়ার্ড। এখানে প্রত্যেক বিভাগে অন্তর্জাতিক নামে একটি বিভাগ রয়েছে। ‘বেস্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ যেটায় দেওয়া হয়-সেটার জন্য অস্কার প্রত্যেক দেশ থেকে একটি করে সিনেমা নেয়। সেই বিভাগে এবার বাংলাদেশে থেকে ‘রেহেনা মারিয়ম নূব’ নির্বাচিত হয়েছে। যেটি আন্তর্জাতিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে। আর ‘দ্য গ্রেভ’ ছবিটি সাধারণ বিভাগে প্রতিযোগিতার জন্য আমরা জমা দিয়েছিলাম। অস্কার কর্তৃপক্ষ সেটা প্রতিযোগিতার জন্য গ্রহণ করেছে। এটা বাংলাদেশি সিনেমার জন্য নতুন ঘটনা ও গর্বের বিষয়।’’
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।
একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।
এর আগে ১৪ মে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের কোনো ছবি বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তথ্য সূত্র: ইত্তেফাক অনলাইন