২৯ জুন পবিত্র ঈদুল আযহার রাতে যখন নগরবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রাস্তায় পড়ে থাকা সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ালেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম


গভীর রাত্রে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় রাস্তার পাশে থাকা ৩০০ জন ছিন্নমূল মানুষের পাশে এসে খাবার নিয়ে দাঁড়ালেন পুলিশ সুপার, ফরিদপুর । ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্য এই উদ্যোগ নেয়া হয়। খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে নিজেই খাবার বিতরণ করেন পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়। নানা রকমের বাহারি খাবার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব এম. এ জলিল, অফিসার ইন-চার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।