জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক বৃক্ষ প্রেমিক মো: নুরুল ইসলাম।
আজ রবিবার সকালে শহরের ফরিদপুর জিলা স্কুলের সংলগ্ন সড়কের পাশে এবং তারার মেলা বিদ্যালয় সড়কের দুই পাশে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এসময় তিনি পরিবেশ ভারসাম্য রক্ষায় ১শত টি সুপারি গাছের চারা রোপন করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে শিক্ষক মো: নুরুল ইসলাম তালবীজ, সুপারি গাছ,ফলজ ও ঔষধী ৩হাজার বিভিন্ন গাছের চারা ফরিদপুর শহরের বিভিন্ন সড়কের পাশে রোপন করেন ।