গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৮ জন। বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২৪৮ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।
ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন রোগী ও মৃত্যুর সংখ্যাও ফের বাড়তে শুরু করেছে। এর আগে মঙ্গলবার যশোর ও নড়াইলে কোয়ারেন্টিনে থাকা তিনজনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।
ভারতফেরত যাত্রী হওয়ায় তাঁদের করোনার ধরন শনাক্তের পরীক্ষা করা হয়। ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২–এর অস্তিত্ব পাওয়া গেছে। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও অপরজন নারী। নারীর বয়স ২৭। পুরুষ দুজনের বয়স ৬১ ও ৩৭।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, আজ তিনজনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এর আগে আরও দুজনের শরীরে একই ধরন শনাক্ত হয়।