গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে।
নতুন শনাক্ত শনাক্ত ১১৮৭৪ জন।
রবিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (৭ জুলাই) দেশে করোনা ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর দিনে শনাক্ত হয় ১১ হাজার ১৬২ জন। তবে দেশে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জন শনাক্ত হয় বৃহস্পতিবার।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।