ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নারী আসলে কীসে আটকায়?

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ১৮৯ Time View

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে। অর্থবহ কিন্তু জটিল এক আলোচনার পর তারা এ সিদ্ধান্তে উপনীত হন। তবে তারা জানান, বিবাহবিচ্ছেদ হলেও তাদের মধ্যে ভালোবাসাপূর্ণ   ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন ও শ্রদ্ধা বজায় থাকবে।

ট্রুডো দম্পতির বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টে বলা হয়, “জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কীসে আটকায়?”

মূলত জীবনে সুখী হওয়ার মতো সবকিছু থাকার পরও সাম্প্রতিক সময়ে প্রতিনিয়ত ক্ষমতাবান ও তারকা দম্পতিদের বিবাহবিচ্ছেদ নিয়ে পোস্টটি করা হয়েছে। অনেকে এই প্রশ্নের জবাবে বিভিন্ন উত্তর দিয়েছেন। কেউ কেউ যেমন সেসব উত্তরে সমর্থন দিয়েছেন, অনেকেই বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল সেই টপিকে এবার শামিল হলেন নুসরাত ফারিয়া। ভাইরাল পোস্টটি বিবাহবিচ্ছেদ সম্পর্কিত হলেও প্রশ্নের ইঙ্গিতটা নারীকে ঘিরেই। তাই সেই প্রশ্নের উত্তর দিয়ে সোমবার (৭ আগস্ট) এক ফেসবুক পোস্টে সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, “একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা, যত্ন এবং স্নেহ চায়।  আর কিছু না..”

ফারিয়ার মতামতের পক্ষে-বিপক্ষেও  ভক্ত-অনুরাগীদের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ তার ভাবনায় ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তো অনেকে আবার বিপরীত কথা শোনাচ্ছেন। এক ব্যবহারকারী বলেন, “বিল গেটস, জাস্টিন ট্রুডো, তাহসান ওরা কি স্নেহ, ভালোবাসা,যত্ন দিতে পারেনি?” আরেক ব্যবহারকারী বলেন, “একজনের কাছে দুটো পাবেন না। যার কাছে অর্থ থাকে সে ভালোবাসা বুঝে না আর যে ভালোবাসা বুঝে তার কাছে অর্থ থাকে না। তাই দুটো একসঙ্গে কখনোই পাবেন না, যেকোনো একটা বেছে নিতে হবে।” অপর এক ব্যবহারকারী বলেন, “এগুলোর কোনোটাই না। আসলে মেয়েরা কি চায়, সেটা তারা নিজেরাই জানে না।”

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার নিজের ব্যক্তিজীবনেও বিচ্ছেদের বেদনার নীল ছায়া রয়েছে। ২০২০ সালে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। তবে বিয়ের আগেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পর নুসরাত ফারিয়া বলেন, “পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি এলে আমি কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করবো না।”

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা গিয়েছে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত “পাতালঘর” সিনেমায়। নূর ইমরান মিঠু নির্মিত এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, নাসির উদ্দিন খান প্রমুখ। এছাড়া, ঈদ-উল-আজহা উপলক্ষে জুনের শেষদিকে মুক্তি পাওয়া “সুড়ঙ্গ” সিনেমায় এ চিত্রনায়িকাকে একটি আইটেম গানে দেখা গেছে।

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। ব্যক্তিগত জীবন তিনি অনেক সমালোচিত। এই নায়িকা মনে করেন, মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়। সুবাহ তার অভিজ্ঞতা থেকে বলেন, ‘অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুণে আর ক্ষমতায় আটকায় না।’

নায়িকার ভাষ্য, ‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সঙ্গে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’

অভিনেত্রী সোহানা সাবার মতে, ‘ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

এর পরও যদি কোনো নারী চলে যান? এমন প্রশ্নে অভিনেত্রীর ভাষ্য, ‘তারপরও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’-এর জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছেন।’

Tag :
জনপ্রিয়

নারী আসলে কীসে আটকায়?

Update Time : ০৬:০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে। অর্থবহ কিন্তু জটিল এক আলোচনার পর তারা এ সিদ্ধান্তে উপনীত হন। তবে তারা জানান, বিবাহবিচ্ছেদ হলেও তাদের মধ্যে ভালোবাসাপূর্ণ   ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন ও শ্রদ্ধা বজায় থাকবে।

ট্রুডো দম্পতির বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টে বলা হয়, “জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কীসে আটকায়?”

মূলত জীবনে সুখী হওয়ার মতো সবকিছু থাকার পরও সাম্প্রতিক সময়ে প্রতিনিয়ত ক্ষমতাবান ও তারকা দম্পতিদের বিবাহবিচ্ছেদ নিয়ে পোস্টটি করা হয়েছে। অনেকে এই প্রশ্নের জবাবে বিভিন্ন উত্তর দিয়েছেন। কেউ কেউ যেমন সেসব উত্তরে সমর্থন দিয়েছেন, অনেকেই বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল সেই টপিকে এবার শামিল হলেন নুসরাত ফারিয়া। ভাইরাল পোস্টটি বিবাহবিচ্ছেদ সম্পর্কিত হলেও প্রশ্নের ইঙ্গিতটা নারীকে ঘিরেই। তাই সেই প্রশ্নের উত্তর দিয়ে সোমবার (৭ আগস্ট) এক ফেসবুক পোস্টে সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, “একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা, যত্ন এবং স্নেহ চায়।  আর কিছু না..”

ফারিয়ার মতামতের পক্ষে-বিপক্ষেও  ভক্ত-অনুরাগীদের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ তার ভাবনায় ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তো অনেকে আবার বিপরীত কথা শোনাচ্ছেন। এক ব্যবহারকারী বলেন, “বিল গেটস, জাস্টিন ট্রুডো, তাহসান ওরা কি স্নেহ, ভালোবাসা,যত্ন দিতে পারেনি?” আরেক ব্যবহারকারী বলেন, “একজনের কাছে দুটো পাবেন না। যার কাছে অর্থ থাকে সে ভালোবাসা বুঝে না আর যে ভালোবাসা বুঝে তার কাছে অর্থ থাকে না। তাই দুটো একসঙ্গে কখনোই পাবেন না, যেকোনো একটা বেছে নিতে হবে।” অপর এক ব্যবহারকারী বলেন, “এগুলোর কোনোটাই না। আসলে মেয়েরা কি চায়, সেটা তারা নিজেরাই জানে না।”

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার নিজের ব্যক্তিজীবনেও বিচ্ছেদের বেদনার নীল ছায়া রয়েছে। ২০২০ সালে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। তবে বিয়ের আগেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পর নুসরাত ফারিয়া বলেন, “পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি এলে আমি কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করবো না।”

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা গিয়েছে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত “পাতালঘর” সিনেমায়। নূর ইমরান মিঠু নির্মিত এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, নাসির উদ্দিন খান প্রমুখ। এছাড়া, ঈদ-উল-আজহা উপলক্ষে জুনের শেষদিকে মুক্তি পাওয়া “সুড়ঙ্গ” সিনেমায় এ চিত্রনায়িকাকে একটি আইটেম গানে দেখা গেছে।

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। ব্যক্তিগত জীবন তিনি অনেক সমালোচিত। এই নায়িকা মনে করেন, মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়। সুবাহ তার অভিজ্ঞতা থেকে বলেন, ‘অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুণে আর ক্ষমতায় আটকায় না।’

নায়িকার ভাষ্য, ‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সঙ্গে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’

অভিনেত্রী সোহানা সাবার মতে, ‘ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

এর পরও যদি কোনো নারী চলে যান? এমন প্রশ্নে অভিনেত্রীর ভাষ্য, ‘তারপরও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’-এর জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছেন।’