মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে থাকা আত্মীয় পরিজনদের মাঝে প্রতিদিন ২৫০ প্যাকেট এবং মহিম স্কুল মার্কেটে রাত্রিযাপনকারী লকডাউনে কর্মহীন শ্রমিক দের মাঝে প্রতিদিন প্রায় ৫০ প্যাকেট করে রাতের খাবার প্রদান করছে স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE। গত দুই সপ্তাহ যাবত সংগঠনটি এই খাবারগুলো বিতরন করে আসছে। আজ বুধবারও রাত ৮টায় খাবার বিতরন করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত পহেলা জুলাই থেকে শুরু হওয়া সরকার ঘোষিত লকডাউনের কারণে হোটেল রেস্তরাসহ দোকানপাঠ বন্ধ থাকায় বৃহত্তর ফরিদপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা করোনা রোগীদের সাহায্য করার জন্য সঙ্গে থাকা আত্মীয় পরিজনদের খাবার জোগাড়ের ভোগান্তীর কথা বিবেচনা করে স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE এর পক্ষ এই খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়। সরকার ঘোষিত লকডাইন যতদিন চলবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE এর প্রতিষ্ঠাতা কানাডা প্রসাবী রোকেয়া পারভিন, শাহিন হায়দার ও তাঁদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং দেশে বসবাসকারী রেজাউল হায়দার, মৃত্তিকা নাগ, ইমানুল বাসার ইমন, সুজিৎ কর শেখ আনিছ প্রদিপ রায়, লায়ন’স ক্লাব ফরিদপুর সহ কিছু হৃদয়বান মানুষের সার্বিক সহযোগীতায় এবং সমন্বয়ক সঞ্জয় সাহা, রকিব উদ্দিন মাসুম ও মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিদিনের এই মানবিক খাবার সহায়তা কার্যক্রমে আরও অংশ গ্রহণ করছেন, এ্যাডভোকেট মেহেরুন নিছা স্বপ্না ও তাঁর ছেলে তাওসিপ, সঞ্জয় সাহার স্ত্রী নুপুর সাহা ও তার পরিবার, শাখাওয়াত হোসেন খান মিঠু ও তার স্ত্রী, মহুয়া ইসলাম, শরীফ খান, তুহিন হায়দার, সাদিয়া হায়দার, অরিন্দম তন্ময়, সুমন অর্ক ও সুদেব সাহা মুকুল।