ভগবান শ্রীকৃষ্ণর ৫২৪৭ তম আবির্ভাব তিথি ও শুভ জন্মষ্টমী উপলক্ষে ফরিদপুরে গীতা পাঠ ও আলোচনা সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের কবি জসীমউদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুজা উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দিপক রায়’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন,জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা,ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেব নাথ,সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র মন্ডল, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানি কুন্ডু, থানা পূজা কমিটির সভাপতি কিঙ্কর মিত্র, পৌরসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম এর কর্মকর্তা স্বামী সমুদ্র আনন্দ, শ্রী অঙ্গনে কর্মকর্তা মানুষ বন্ধু ব্রহ্মচারী। ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয বিশ্বাস । অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয। সভায ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয। এ সময উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,১৬ নং ওযার্ড কাউন্সিলর বিধান সাহা, পৌরসভা পূজা কমিটির সভাপতি রাম দত্ত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম
ফরিদপুর শুভ জন্মাষ্টমী উদযাপন
-
মাহবুব পিয়াল
- Update Time : ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- ২১০ Time View
Tag :
জনপ্রিয়