করোনা পরিস্তিতির অবনতি ও পৌরসভা জুড়ে কঠোর বিধি নিষেধের মধ্যে ফরিদপুরে সীমিত পরিসরে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শহরের থানা রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথিকৃতিতে মাল্যদান করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।