বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দ্দেশে ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় যুগ্ন-সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের পক্ষ থেকে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পূর্ব খাবাসপুর এলাকায় করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া, দুঃস্থ ও অসহায় শতাধিক মানুষের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাউল ও ১ কেজি আটা বিতরন করা হয়েছে। পর্য়ায় ক্রমে অন্যান্য ওয়ার্ডেও এই খাদ্য সামগ্রী বিতরন হবে বলেও তারা জানিয়েছেন।
ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওবায়েদুল কাদেরের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একেএম কিবরিয়া স্বপন,কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন,পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মুরাদ হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস,ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সনেট,জিতু খান,নাদিম আহমেদ রুবেল,মোঃ আনোয়ার হোসেনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।