ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিন ছুটি থাকবে জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার ৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা এক নজরে বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৩ সেপ্টেম্বর

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবি, সাংবাদিকসহ ১৪জনকে উদ্ধার ।। দুই শিক্ষক নিঃখোঁজ

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের মদনখালীর মাথায়নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পল্টনের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।

ওই ট্রলারে ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫জন শিক্ষক ও ট্রলারে মাঝি সহ মোট ১৬ জন ছিলেন।এরমধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানির স্রোতে  ভেসে যায়।

নিঃখোঁজ ওই দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

ট্রলারের শিক্ষকদের সুত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে বুধবার বিকেলে নৌভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিলমন্ডললের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বিকেল ৫টার দিকে ডিক্রির চর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী মদনখালীর মাথায় একটি পল্টনে গিয়ে থামে। ওই পল্টনে তারা আসরের নামজ পড়েন। নামাজ পরে শিক্ষকরা পুণরায় ট্রলারে উঠে যাত্রা শুরু করলেট্রলারে ইঞ্জিন বন্ধ হয়েযায়। এ সময় ট্রলারটি স্রোতের টানে মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে পল্টনের নিচে চলে যায়।

এলাকা বাসীরা জানায়, ওই সময় তারা পাড়েই ছিলেন। যখন দেখা গেল ট্রলারটি পল্টনের ভিতরে চলে গেছে তখন তারা উদ্ধার অভিযানে অংশ নেয়। ১৪ জনকে উদ্ধার করা গেলও স্রোতে দুজন ভেসেযায়।উদ্ধার কৃত শিক্ষকবৃন্দ হচ্ছেন : ১। আলাল উদ্দিন (শোভারামপুর উচ্চ বিদ্যালয় ) ২। রেজাউল স্যার (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৩। আইযুব রহমান (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৪। সাইদুর রহমান (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৫। জাহাঙ্গীর স্যার (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৬। আবুল হাসান  (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৭। শহিদুল ইসলাম (কবির উদ্দিন স্কুল)৮। মজিদ স্যার (শিবরামপুর) ৯। শাহীন স্যার (ইশান স্কুল)  ১০। সুশান্ত স্যার (সাদীপুর) ১১। বলাই কুমার দাস (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ট্রলারের মাঝি: আজিজ মাঝি

এই রিপোট লেখা পর্যন্ত নিখোজ আছেন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

এ ট্রলার দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক সহকারি শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস (৪২) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষক বলাই কুমার দাস (৪১) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুই শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়ন পরিষদের ইউপি চেযারম্যান মেহেদী হোসেন বলেন, ট্রলার দুর্ঘটনার পর দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। উদ্ধারে অংশ নেয়এলাকাবাসী।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ট স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, ফরিদপুর দমকল বাহিনী প্রথমে দুটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও দুটি ট্রলার বাড়ানো হয়। ঘটনা স্থলে প্রচুর স্রোত ও গভীরতা বেশি।

দ্য পদ্মি২৪.কম

ফরিদপুরের অতিরিক্ত পুলিশসুপার (সদরসার্কেল) সুমনরঞ্জন সরকার বলেন, নিঃখোঁজ দুই শিক্ষককে উদ্ধারে নৌ-পুলিশ, জেলাপুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি দল কাজ করছে।

Tag :
জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবি, সাংবাদিকসহ ১৪জনকে উদ্ধার ।। দুই শিক্ষক নিঃখোঁজ

Update Time : ০৫:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের মদনখালীর মাথায়নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পল্টনের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।

ওই ট্রলারে ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫জন শিক্ষক ও ট্রলারে মাঝি সহ মোট ১৬ জন ছিলেন।এরমধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানির স্রোতে  ভেসে যায়।

নিঃখোঁজ ওই দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

ট্রলারের শিক্ষকদের সুত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে বুধবার বিকেলে নৌভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিলমন্ডললের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বিকেল ৫টার দিকে ডিক্রির চর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী মদনখালীর মাথায় একটি পল্টনে গিয়ে থামে। ওই পল্টনে তারা আসরের নামজ পড়েন। নামাজ পরে শিক্ষকরা পুণরায় ট্রলারে উঠে যাত্রা শুরু করলেট্রলারে ইঞ্জিন বন্ধ হয়েযায়। এ সময় ট্রলারটি স্রোতের টানে মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে পল্টনের নিচে চলে যায়।

এলাকা বাসীরা জানায়, ওই সময় তারা পাড়েই ছিলেন। যখন দেখা গেল ট্রলারটি পল্টনের ভিতরে চলে গেছে তখন তারা উদ্ধার অভিযানে অংশ নেয়। ১৪ জনকে উদ্ধার করা গেলও স্রোতে দুজন ভেসেযায়।উদ্ধার কৃত শিক্ষকবৃন্দ হচ্ছেন : ১। আলাল উদ্দিন (শোভারামপুর উচ্চ বিদ্যালয় ) ২। রেজাউল স্যার (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৩। আইযুব রহমান (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৪। সাইদুর রহমান (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৫। জাহাঙ্গীর স্যার (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৬। আবুল হাসান  (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ৭। শহিদুল ইসলাম (কবির উদ্দিন স্কুল)৮। মজিদ স্যার (শিবরামপুর) ৯। শাহীন স্যার (ইশান স্কুল)  ১০। সুশান্ত স্যার (সাদীপুর) ১১। বলাই কুমার দাস (সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়) ট্রলারের মাঝি: আজিজ মাঝি

এই রিপোট লেখা পর্যন্ত নিখোজ আছেন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

এ ট্রলার দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক সহকারি শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস (৪২) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষক বলাই কুমার দাস (৪১) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুই শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়ন পরিষদের ইউপি চেযারম্যান মেহেদী হোসেন বলেন, ট্রলার দুর্ঘটনার পর দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। উদ্ধারে অংশ নেয়এলাকাবাসী।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ট স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, ফরিদপুর দমকল বাহিনী প্রথমে দুটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও দুটি ট্রলার বাড়ানো হয়। ঘটনা স্থলে প্রচুর স্রোত ও গভীরতা বেশি।

দ্য পদ্মি২৪.কম

ফরিদপুরের অতিরিক্ত পুলিশসুপার (সদরসার্কেল) সুমনরঞ্জন সরকার বলেন, নিঃখোঁজ দুই শিক্ষককে উদ্ধারে নৌ-পুলিশ, জেলাপুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি দল কাজ করছে।