ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বাষির্কী উপলক্ষে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থ্য ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের দক্ষিন টেপাখোলা হরিসভা মন্দির প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও পৌরসভার ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহম্মেদ মানুর উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরীর আর্থিক সহায়তায়এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের প্রত্যেকের মাঝে চাল,ডাল,তেল,লবন,আট বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে কাউন্সিলর মাইনুদ্দিন আহম্মেদ মানু , ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী , সমাজসেবক শাহানা চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।