ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে, বেড়েছে মুরগির দাম কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা জাকসুর ভোট গণনা শুরু, প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে এক নজরে বিশ্ব সংবাদ: ১১ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি, চরম দুর্ভোগে পড়েছে মানুষ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ১৪৬ Time View

ফরিদপুরে সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ঝাপটা হাওয়ার সঙ্গে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও কমে গেছে। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিসগামীসহ নানা পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা। যানবাহন সংকট ও রাস্তায় জমে থাকা পানিতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও ফরিদপুরে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি।

এদিকে বৃষ্টিপাতের কারণে জেলার নিম্নাঞ্চলগুলোতেও জমেছে কাদা-পানি। আবার খেটে খাওয়া মানুষগুলোর মাঝেও নেমে এসেছে চরম স্থবিরতা ও দুর্ভোগ। সকাল থেকে অব্যাহত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতেই পারেনি।

এ ছাড়া, ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন সড়কে জমেছে পানি। নিচু এলাকার অলিগলি পানিতে থৈথৈ করছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে নর্দমার পানি মিশে একাকার। আর যানবাহন না থাকায় বাসের জন্য যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোথাও রাস্তায় পানি জমে গর্তগুলো আড়াল হওয়ায় পথচারীদের দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে। ফুটপাত আর সড়কের পার্থক্য বোঝার কোনো উপায় নেই।

এদিকে, শহরের কিছু কিছু সড়কের পাশে পৌরসভার ড্রেন ও পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরাও। সকালে অনেক শ্রমিককে জেলার বিভিন্ন এলাকায় অলসভাবে বসে থাকতে দেখা গেছে। নুন আনতে পান্তা ফুরানো এসব মানুষদের অনেকেই অসহায়ভাবে কাকভেঁজা হয়ে দাঁড়িয়ে আছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Tag :
জনপ্রিয়

নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব

ফরিদপুরে সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি, চরম দুর্ভোগে পড়েছে মানুষ

Update Time : ১১:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

ফরিদপুরে সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ঝাপটা হাওয়ার সঙ্গে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও কমে গেছে। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিসগামীসহ নানা পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা। যানবাহন সংকট ও রাস্তায় জমে থাকা পানিতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও ফরিদপুরে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি।

এদিকে বৃষ্টিপাতের কারণে জেলার নিম্নাঞ্চলগুলোতেও জমেছে কাদা-পানি। আবার খেটে খাওয়া মানুষগুলোর মাঝেও নেমে এসেছে চরম স্থবিরতা ও দুর্ভোগ। সকাল থেকে অব্যাহত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতেই পারেনি।

এ ছাড়া, ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন সড়কে জমেছে পানি। নিচু এলাকার অলিগলি পানিতে থৈথৈ করছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে নর্দমার পানি মিশে একাকার। আর যানবাহন না থাকায় বাসের জন্য যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোথাও রাস্তায় পানি জমে গর্তগুলো আড়াল হওয়ায় পথচারীদের দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে। ফুটপাত আর সড়কের পার্থক্য বোঝার কোনো উপায় নেই।

এদিকে, শহরের কিছু কিছু সড়কের পাশে পৌরসভার ড্রেন ও পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরাও। সকালে অনেক শ্রমিককে জেলার বিভিন্ন এলাকায় অলসভাবে বসে থাকতে দেখা গেছে। নুন আনতে পান্তা ফুরানো এসব মানুষদের অনেকেই অসহায়ভাবে কাকভেঁজা হয়ে দাঁড়িয়ে আছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।