ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ১৩১ জনের করেনা সনাক্ত হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পিসিআর ল্যাব সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর জানা গেছে।
গত কালে এ ল্যাবে ফরিদপুরের ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা সনাক্ত হয় ১৩১ জনের। সনাক্তের হার ৫৬.৯৫ ভাগ।গত বুধবার এ হার ছিল ৪৮.২২ ভাগ। গত মঙ্গলবার এ জেলায় করোনা সনাক্তের হার ছিল ৪৯. ৭৬ ভাগ। গত সোমবার সনাক্তের হার ছিল ৯৬.৩৪ ভাগ। রবিবার সনাক্তের হার ছিল ৪৯.৫৭ ভাগ। শনিবার ছিল ৩১.৭৪ ভাগ।
এদিকে গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে ৪৫ জনের এন্টিজেট টেস্ট করে করোনা সনাক্ত হয়েছে ১২ জনের। এ ক্ষেত্রে করোনা সনাক্তের হার ২৬.৬৬ ভাগ।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা ভাইরাস সনাক্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা গেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি গ্রামের বাবুল মিতুব্বার এর স্ত্রী সালমা বেগম (২৫)। তিনি মারাযান বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে।মৃত্যুর পর প্রতিবেদনে জানা যায় তিনি করোনা সনাক্ত ছিলেন।
এ নিয়ে করোনা সনাক্ত হয়ে ফরিদপুর সহ আশেপাশের জেলার ২০৯ জন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা সনাক্ত হয়ে মারা গেছেন।এর মধ্যে ফরিদপুরে মোট মৃত্যু হল ৮৩ জনের।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো: সাইফুর রহমান জানান, ডেডিকেটেড হাসপাতালে গতকাল বৃহস্পতিবার করোনা সনাক্ত ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইসিইউ তে এবং ১০৮ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৬ জন।