” নিরাপদ মাছে ভরবো দেশ , মুজিববর্ষে বাংলাদেশ, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি ”
এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য সপ্তাহ ২০২১ এর বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। এসময় চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন , চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, চরভদ্রাসন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর ওহাব মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাভলু, অর্থ সম্পাদক এম এম সাইফুর রহমান উজ্জল বক্তব্য রাখেন।সাংবাদিকরা বলেন ,মাছের পোনা কে রক্ষা করতে হলে অতি দ্রুত চায়না দুয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে মাছের অস্তিত্ব হুমকি মুখে পড়ে যাবে । চায়না দুয়ারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান মতবিনিময়ে আংশ নেয়া মিডিয়া কর্মীগন ।