ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরিদপুর: ডিসি’র স্বাক্ষর জাল! বিপাকে প্রধান শিক্ষক টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে চলমান শান্তি আলোচনার মধ্যেও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, নিহত ১০ ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার চায় হামাস ইতিহাসে প্রথমবার বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলার অতিক্রম করেছে বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে এখনো অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে চলেছে একাধিক দেশ ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এক নজরে বিশ্ব সংবাদ: ৭ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মুকেশ আম্বানীর ছোট ছেলের বিয়েতে অতিথিদের জন্য ২৫০০ খাবারের পদ

সেলিব্রিটিদের বিয়ে মানেই আহামরি ব্যাপার ৷ আর যদি বিয়েটা হয় দেশের সবচেয়ে বড় শিল্পপতির ছেলের, তাহলে জাকজমকে যে কোনও খামতি থাকবে না তা বলাই বাহুল্য ৷ তবে বিয়ে দেরি আছে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের আরম্ভর দেখেই চোক ধাধিয়ে যাচ্ছে সকলের ৷

অনন্ত-রাধিকার বিয়ের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ এবং নীতার ছোট ছেলে হলেন অনন্ত আম্বানি ৷ তাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিশিষ্ট ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা ৷ জুলাই মাসে হবে তাঁদের বিয়ে ৷ তবে তার আগে গুজরাতের জামনগরে 1 মার্চ থেকে বসতে চলেছে তিন দিন ধরে প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আসর । সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রায় এক হাজার সেলিব্রিটি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ।

অতিথিদের জন্য ২৫০০ খাবারের পদ

তিন দিনের বিশেষ অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ মেনু তৈরি করা হয়েছে ৷ সেই মেনুতে থাকছে 2 হাজার 500টিরও বেশি পদ ৷ আর এই পদগুলি রান্না করবেন 21 জন রাঁধুনি ৷ তাঁরা সকলেই আসছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ৷ আমন্ত্রিতদের পাতে ভারতীয় খাবার থাকছেই ৷ এর পাশাপাশি জাপানি, মেক্সিকান, থাই এবং পার্সি খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা । ওই সব পদ মিলিয়ে অতিথিদের জন্য মোট 2 হাজার 500টি খাবার পরিবেশন করা হবে । মনে হচ্ছে একটি পদ একবার পরিবেশন করা হলে দ্বিতীয়বার পুনরাবৃত্তি করতে হবে না ৷ কারণ অতিথিদের কাছে এত বিকল্প যে খাবার খেয়ে শেষ করা মুশকিল ৷

তিনবেলা খাবারের বিশেষ আয়োজন

জলখাবারে থাকছে 75টি পদ ৷ দুপুরের খাবারের জন্য 225টি এবং রাতের খাবারের জন্য 275টি পদ পরিবেশন করা হবে । মধ্যরাতেও খাবার ব্যবস্থা করা হবে । রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত অতিথিদের 85টি খাবারের পদ পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে । ইন্দোরের খাবার যেমন থাকছে কচুরি, পোহা, জিলিপি, ভুট্টে কা কীস এবং খোপড়া প্যাটিস ।

Tag :
জনপ্রিয়

আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মুকেশ আম্বানীর ছোট ছেলের বিয়েতে অতিথিদের জন্য ২৫০০ খাবারের পদ

Update Time : ১২:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

সেলিব্রিটিদের বিয়ে মানেই আহামরি ব্যাপার ৷ আর যদি বিয়েটা হয় দেশের সবচেয়ে বড় শিল্পপতির ছেলের, তাহলে জাকজমকে যে কোনও খামতি থাকবে না তা বলাই বাহুল্য ৷ তবে বিয়ে দেরি আছে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের আরম্ভর দেখেই চোক ধাধিয়ে যাচ্ছে সকলের ৷

অনন্ত-রাধিকার বিয়ের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ এবং নীতার ছোট ছেলে হলেন অনন্ত আম্বানি ৷ তাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিশিষ্ট ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা ৷ জুলাই মাসে হবে তাঁদের বিয়ে ৷ তবে তার আগে গুজরাতের জামনগরে 1 মার্চ থেকে বসতে চলেছে তিন দিন ধরে প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আসর । সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রায় এক হাজার সেলিব্রিটি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ।

অতিথিদের জন্য ২৫০০ খাবারের পদ

তিন দিনের বিশেষ অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ মেনু তৈরি করা হয়েছে ৷ সেই মেনুতে থাকছে 2 হাজার 500টিরও বেশি পদ ৷ আর এই পদগুলি রান্না করবেন 21 জন রাঁধুনি ৷ তাঁরা সকলেই আসছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ৷ আমন্ত্রিতদের পাতে ভারতীয় খাবার থাকছেই ৷ এর পাশাপাশি জাপানি, মেক্সিকান, থাই এবং পার্সি খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা । ওই সব পদ মিলিয়ে অতিথিদের জন্য মোট 2 হাজার 500টি খাবার পরিবেশন করা হবে । মনে হচ্ছে একটি পদ একবার পরিবেশন করা হলে দ্বিতীয়বার পুনরাবৃত্তি করতে হবে না ৷ কারণ অতিথিদের কাছে এত বিকল্প যে খাবার খেয়ে শেষ করা মুশকিল ৷

তিনবেলা খাবারের বিশেষ আয়োজন

জলখাবারে থাকছে 75টি পদ ৷ দুপুরের খাবারের জন্য 225টি এবং রাতের খাবারের জন্য 275টি পদ পরিবেশন করা হবে । মধ্যরাতেও খাবার ব্যবস্থা করা হবে । রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত অতিথিদের 85টি খাবারের পদ পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে । ইন্দোরের খাবার যেমন থাকছে কচুরি, পোহা, জিলিপি, ভুট্টে কা কীস এবং খোপড়া প্যাটিস ।