বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুবছরের গুঞ্জনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে চলছে মেহেদি অনুষ্ঠান; আমন্ত্রিত অতিথিরা যাচ্ছেন।
এরই মধ্যে বাস্তুতে হাজির হয়েছেন আলিয়ার পরিবারের সদস্যরা, করণ জোহর, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, আদর জৈন, আরমান জৈন, রিমা জৈন, অয়ন মুখার্জিসহ অনেকে।
The Shaadi ka ghar is all lit up! Watch Alia and Ranbir’s home and street all decorated for their wedding tomorrow 😍💓 ✨ @pinkvilla
.
.
.#RanbirKapoor #AliaBhatt #aliaranbirwedding #RanbirKapoorAliaBhattWedding pic.twitter.com/NGLWMS8RzL— Pinkvilla (@pinkvilla) April 13, 2022
বলিউড হাঙ্গামা খবরে বলা হয়েছে, আলিয়ার সৎ ভাই রাহুল ভাটের বরাতে বলছে, আগামীকাল ১৪ এপ্রিলই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই যুগল।
এছাড়া বলিউড হাঙ্গামাকে নীতু কাপুর এবং ঋদ্ধিমা দুজনেই নিশ্চিত করেছেন যে আগামীকাল ১৪ এপ্রিল তাদের পৈতৃক বাড়ি, বাস্তুতে বিয়ে হবে।
আলিয়ার সৎ ভাই রাহুল ভাটের যদিও গতকাল তার উদ্বৃতি দিয়ে একটি খবর ছড়িয়েছিলো ১৪ এপ্রিল হচ্ছেনা তাদের বিয়ে। রাহুলের বরাতে আলিয়ার বিয়ে পেছানোর যে খবর প্রকাশ হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে বলিউড হাঙ্গামাকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে কারও কথা হয়নি। তবে আমাকে বিয়ের এক্সক্লুসিভের জন্য বড় অফার দেওয়া হয়েছে। তারা আমাকে বিয়ের ছবি পাঠাতে বলেছে। আমি তাদের খুব স্পষ্ট করে বলেছি, বিয়েতে কোনো ছবি তুলতে দেওয়া হবে না। কিন্তু তারা শুনছে না।’
ক্ষোভ প্রকাশ করে রাহুল যুক্ত করেন, ‘বিয়ে ১৪ এপ্রিলই হচ্ছে। আমি কখনও বলিনি যে পিছিয়ে যাচ্ছে। স্যার, এ কোন ধরনের সাংবাদিকতা?’
পিঙ্কভিলার দাবি, পাঞ্জাবি ঐতিহ্য অনুসরণ করে এই জুটি ১৬ এপ্রিল রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে তারার নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। এরপর অন্তর্জালে বিয়ের ছবি প্রকাশ করবেন। রণবীর-আলিয়ার বিয়ের আপডেট জানতে সঙ্গে থাকুন।