ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ০৯ অক্টোবর আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরিদপুর: ডিসি’র স্বাক্ষর জাল! বিপাকে প্রধান শিক্ষক টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে চলমান শান্তি আলোচনার মধ্যেও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, নিহত ১০ ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার চায় হামাস ইতিহাসে প্রথমবার বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলার অতিক্রম করেছে বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে এখনো অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে চলেছে একাধিক দেশ ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এক নজরে বিশ্ব সংবাদ: ৭ অক্টোবর ২০২৫

রীতিমতো বক্স অফিস দুমরে মুচরে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন প্রভাসের ‘সালার :পার্ট ১- সিজফায়ার’

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১৫৫ Time View
রীতিমতো বক্স অফিস দুমরে মুচরে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র প্রভাসের ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ মুক্তির প্রথম দিন আয় করল ১৭৫ কোটি রুপির মতো।বড়দিনের ছুটিতে বিশাল বড় উদ্বোধনী আয়ের নজির গড়ল সালার। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথমদিন ভারতে ৯৫ কোটি আয় করেছে সালার। ওদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে সালার।সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস জানিয়েছে, সালার বিশ্বব্যাপী ১৭৫ কোটি রুপি (প্রাথমিক অনুমান) আয় করেছে।

এদিকে মুক্তির প্রথমদিন ভারতে শাহরুখ খানের ডানকির আয় ছিল ৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী ৫৮ কোটি আয় করেছে ডানকি। তার বিপরীতে সালার ভারতেই আয় তুলে নিয়েছে ৯৫ কোটি, যা এই বছর শাহরুখ খানের রেকর্ড গড়া জওয়ানের আয়কেও ছাড়িয়ে গেছে। জওয়ান মুক্তির প্রথমদিন ৭৫ কোটি আয় করেছিল। রণবীরের ‘অ্যানিমেল’ প্রথমদিন আয় করেছে ৬৩ কোটি ও পাঠান তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।

বছরজুড়ে শাহরুখ-রণবীর কাপুররা বক্স অফিসের লাগাম ধরে রাখলেও বছর শেষে ‘বক্স অফিস বাহুবলি’ প্রভাস সেই লাগাম নিজের হাতে নিয়ে নিলেন। এ বছর প্রভাসের মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়লেও সালার দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এই অভিনেতা।দুর্দান্ত অ্যাকশন প্যাকড হলেও দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সালার। দ্বিতীয় দিনের অগ্রিম বুকিংও বেশ ভাল। প্রথম সপ্তাহান্তেই ৪০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করবে সালার, তা বলার অপেক্ষা রাখে না।

প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ০৯ অক্টোবর

রীতিমতো বক্স অফিস দুমরে মুচরে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন প্রভাসের ‘সালার :পার্ট ১- সিজফায়ার’

Update Time : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
রীতিমতো বক্স অফিস দুমরে মুচরে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র প্রভাসের ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ মুক্তির প্রথম দিন আয় করল ১৭৫ কোটি রুপির মতো।বড়দিনের ছুটিতে বিশাল বড় উদ্বোধনী আয়ের নজির গড়ল সালার। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথমদিন ভারতে ৯৫ কোটি আয় করেছে সালার। ওদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে সালার।সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস জানিয়েছে, সালার বিশ্বব্যাপী ১৭৫ কোটি রুপি (প্রাথমিক অনুমান) আয় করেছে।

এদিকে মুক্তির প্রথমদিন ভারতে শাহরুখ খানের ডানকির আয় ছিল ৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী ৫৮ কোটি আয় করেছে ডানকি। তার বিপরীতে সালার ভারতেই আয় তুলে নিয়েছে ৯৫ কোটি, যা এই বছর শাহরুখ খানের রেকর্ড গড়া জওয়ানের আয়কেও ছাড়িয়ে গেছে। জওয়ান মুক্তির প্রথমদিন ৭৫ কোটি আয় করেছিল। রণবীরের ‘অ্যানিমেল’ প্রথমদিন আয় করেছে ৬৩ কোটি ও পাঠান তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।

বছরজুড়ে শাহরুখ-রণবীর কাপুররা বক্স অফিসের লাগাম ধরে রাখলেও বছর শেষে ‘বক্স অফিস বাহুবলি’ প্রভাস সেই লাগাম নিজের হাতে নিয়ে নিলেন। এ বছর প্রভাসের মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়লেও সালার দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এই অভিনেতা।দুর্দান্ত অ্যাকশন প্যাকড হলেও দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সালার। দ্বিতীয় দিনের অগ্রিম বুকিংও বেশ ভাল। প্রথম সপ্তাহান্তেই ৪০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করবে সালার, তা বলার অপেক্ষা রাখে না।

প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।