রোটারী ক্লাব অব ফরিদপুরের নিজস্ব ভবন ও এ্যাম্বুলেন্স সার্ভিস এর শুভ উদ্বোধন সোমবার রাত ৮ টায় শহরের ঝিলটুলি সোনালী ব্যাংক সংলগ্ন রোটারী ক্লাব অব ফরিদপুরের নতুন নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন করেন রোটারী ক্লাব অব ফরিদপুরের ইমিডিয়েট পাষ্ট প্রেসিডেন্ট আইপিপি রোটারিয়ান এ্যডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
নব নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান আজমল হোসেন ফকিরের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ডাক্তার এম এ জলিল, রোটারিয়ান পিপি এ্যাডভোকেট তুষার কুমার দত্ত, রোটারিয়ান পিপি ডাক্তার এনামুল হক, রোটারিয়ান পিপি নাজমা আক্তার , রোটারিয়ান পিই এটি এম শাহ্জাহান কবীর, রোটারিয়ান মিজানুর রহমান মিনান , রোটরিয়ান সৈয়দ আলাওল হোসেন তনু প্রমুখ।