ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে: ঢাবি উপাচার্য আমরা কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার এক বছরের কারাদণ্ড গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫২ জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকার অভিযোগের বিষয়ে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী যা বললেন

তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ অনুষ্টিত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০২:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ৩২৫ Time View

শায়খুল মাশায়েক মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহ:) এর ৩৫ তম বাৎসরিক পবিত্র ওরস  আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার  তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফ এ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গনে বাদ আছর হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহ:)এর বর্নাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়। তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরী , ,ভাটিলক্ষিপুর দরবার শরীফের পীর ছাহেব আব্দুস সামাদ চিশতী আল নিজামী, বাখুন্ডা দরবার শরীফের পীর ছাহেব সুফী আব্দুল মজিদ চিশতী আল নিজামী,হযরত মাওলানা এসকেন্দার আলী,সালথাসহ অন্যান্য ওলামায়ে কেরামগন ।বাদ এশা আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও কেয়াম অনুষ্টিত হয়।পরে দেশ, জাতী ও মুসল্লিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী।

পবিত্র ওরস  মাহফিলে পীরজাদা মো: সাহিদ মোল্লা চিশতী নিজামী ও পীরজাদা মো: নুরুল ইসলাম চিশতী নিজামীসহ ভক্ত ও আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া ও মোনাজাত  শেষে তবারক বিতরন করা হয়।

Tag :

বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ অনুষ্টিত

Update Time : ০২:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

শায়খুল মাশায়েক মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহ:) এর ৩৫ তম বাৎসরিক পবিত্র ওরস  আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার  তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফ এ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গনে বাদ আছর হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহ:)এর বর্নাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়। তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরী , ,ভাটিলক্ষিপুর দরবার শরীফের পীর ছাহেব আব্দুস সামাদ চিশতী আল নিজামী, বাখুন্ডা দরবার শরীফের পীর ছাহেব সুফী আব্দুল মজিদ চিশতী আল নিজামী,হযরত মাওলানা এসকেন্দার আলী,সালথাসহ অন্যান্য ওলামায়ে কেরামগন ।বাদ এশা আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও কেয়াম অনুষ্টিত হয়।পরে দেশ, জাতী ও মুসল্লিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী।

পবিত্র ওরস  মাহফিলে পীরজাদা মো: সাহিদ মোল্লা চিশতী নিজামী ও পীরজাদা মো: নুরুল ইসলাম চিশতী নিজামীসহ ভক্ত ও আশেকান বৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া ও মোনাজাত  শেষে তবারক বিতরন করা হয়।