ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষও: পাটওয়ারী জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা, নেতৃত্বে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি আজকের নামাজের সময়সূচি: ০৯ অক্টোবর আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরিদপুর: ডিসি’র স্বাক্ষর জাল! বিপাকে প্রধান শিক্ষক টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে চলমান শান্তি আলোচনার মধ্যেও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, নিহত ১০ ফিলিস্তিনি

দেশের ৫০টি ব্যান্ডের সদস্যরা মিলে তৈরি করলো একটি দেশাত্মবোধক গান ‘প্রিয় বাংলাদেশ’

দেশের ৫০টি ব্যান্ডের সদস্যরা মিলে তৈরি করলো একটি দেশাত্মবোধক গান। নাম ‘প্রিয় বাংলাদেশ’। আর সেই গানটির ভিডিও হলো দুই শতাধিক ব্যান্ড সদস্যের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে। পৃথিবীর ব্যান্ড ইতিহাসে এমন নজির বিরল।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজই (২৬ মার্চ) গানচিত্রটি ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হলো টিএম রেকর্ডস-এর ব্যানারে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে বিশাল এই ঘটনাটি ঘটলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) উদ্যোগে।

গানটিতে যুক্ত ছিলেন মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফাসহ অনেকেই।

শাহান কবন্ধের কথায় গানটির সুর করেছেন নকীব খান। আর এর সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ।

মানাম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানটি তৈরি করতে দিন-রাত মিলিয়ে টানা আড়াই মাস সময় লেগেছে। কারণ, সব ব্যান্ডের সেরা সেরা মিউজিশিয়ানদের নিয়ে এই সংগীতায়োজন সাজাতে হয়েছে আমাকে। কাজটি খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার স্টুডিও ছাড়াও গানটির ট্র্যাক তৈরি করেছি ওয়ারফেইজ ও বাপ্পা মজুমদারের স্টুডিওতে। সব মিলিয়ে এটা ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি গর্বিত এমন একটি গানের সংগীতায়োজনে নেতৃত্ব দিতে পেরে।’

গানটির ভিডিও হয়েছে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে।

বিষয়টি নিয়ে বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু বললেন, ‘দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে এই গান তৈরি হলো। গত মে মাস থেকে প্রজেক্টটির সঙ্গে আমি যুক্ত। অবশেষে এটি উন্মুক্ত হলো, সেটাই বড় আনন্দের বিষয়।’

প্রজেক্টটিতে বামবা কনটেন্ট ও পারফরম্যান্স পার্টনার, কার্নিভাল কনসেপ্ট স্ট্র্যাটিজিক ও এক্সিকিউশন এবং রেড ডট ভিজ্যুয়াল ও প্রোডাকশন পার্টনার হিসেবে যুক্ত ছিল।

জানা যায়, বামবার মোট সদস্য ৫২টি ব্যান্ড। সেখান থেকেই ৫০ ব্যান্ডের সদস্যরা ভিডিওচিত্রটিতে অংশ নিয়েছেন।
গানের লিঙ্ক : https://youtu.be/JVC99WrCanQ
Tag :
জনপ্রিয়

শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষও: পাটওয়ারী

দেশের ৫০টি ব্যান্ডের সদস্যরা মিলে তৈরি করলো একটি দেশাত্মবোধক গান ‘প্রিয় বাংলাদেশ’

Update Time : ০৫:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

দেশের ৫০টি ব্যান্ডের সদস্যরা মিলে তৈরি করলো একটি দেশাত্মবোধক গান। নাম ‘প্রিয় বাংলাদেশ’। আর সেই গানটির ভিডিও হলো দুই শতাধিক ব্যান্ড সদস্যের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে। পৃথিবীর ব্যান্ড ইতিহাসে এমন নজির বিরল।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজই (২৬ মার্চ) গানচিত্রটি ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হলো টিএম রেকর্ডস-এর ব্যানারে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে বিশাল এই ঘটনাটি ঘটলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) উদ্যোগে।

গানটিতে যুক্ত ছিলেন মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফাসহ অনেকেই।

শাহান কবন্ধের কথায় গানটির সুর করেছেন নকীব খান। আর এর সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ।

মানাম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানটি তৈরি করতে দিন-রাত মিলিয়ে টানা আড়াই মাস সময় লেগেছে। কারণ, সব ব্যান্ডের সেরা সেরা মিউজিশিয়ানদের নিয়ে এই সংগীতায়োজন সাজাতে হয়েছে আমাকে। কাজটি খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার স্টুডিও ছাড়াও গানটির ট্র্যাক তৈরি করেছি ওয়ারফেইজ ও বাপ্পা মজুমদারের স্টুডিওতে। সব মিলিয়ে এটা ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি গর্বিত এমন একটি গানের সংগীতায়োজনে নেতৃত্ব দিতে পেরে।’

গানটির ভিডিও হয়েছে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে।

বিষয়টি নিয়ে বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু বললেন, ‘দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে এই গান তৈরি হলো। গত মে মাস থেকে প্রজেক্টটির সঙ্গে আমি যুক্ত। অবশেষে এটি উন্মুক্ত হলো, সেটাই বড় আনন্দের বিষয়।’

প্রজেক্টটিতে বামবা কনটেন্ট ও পারফরম্যান্স পার্টনার, কার্নিভাল কনসেপ্ট স্ট্র্যাটিজিক ও এক্সিকিউশন এবং রেড ডট ভিজ্যুয়াল ও প্রোডাকশন পার্টনার হিসেবে যুক্ত ছিল।

জানা যায়, বামবার মোট সদস্য ৫২টি ব্যান্ড। সেখান থেকেই ৫০ ব্যান্ডের সদস্যরা ভিডিওচিত্রটিতে অংশ নিয়েছেন।
গানের লিঙ্ক : https://youtu.be/JVC99WrCanQ