ফরিদপুরে করোনা শনাক্ত হয়ে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতা পরিচালিতকরোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিউ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই ইউপি সদস্যের নাম মো:দেলোয়ার হোসেন (৫৮)। তিনি ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষনপাড়া গ্রামের মৃত রত্তন মাতুব্বরের ছেলে। তিনি বিবাহিত এবং চার মেয়ের বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর জানান, দেলোয়ার হোসেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি বলেন এর আগেও দুই দফা ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসি্ইউ তে কর্মরত জেষ্ঠ নার্স যুথি রায় জানান, গত রবিবার রাতে ওই ওয়ার্ডের দুই জনের মৃত্যু হয়। এরমধ্যে একজন ছিলেন করোনা সনাক্ত, অপরজন ছিলেন করোনা সন্দেহে চিকিৎসাধীন ছিলেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে (বাদ জোহর) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল সূতে জানা গেছে, দেলোয়ার গত ১৭ জুন ফরিদপুর মেডিকেল আসেন। করোনা সনাক্ত হওয়ার পর গত ১৮ জুন তাকে করোনা ওয়ার্ডে হস্তান্তর করা হয়। তার শরীরের অবনতি ঘটলে গত রবিবার রাত দেড়টার দিকে তাকে আইসিইউ এত স্থানান্তর করা হয। এর এক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানা, আজ এ হাসপাতালে করোনা শনাক্ত ১৮০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ আইসিইউতে এবং বাকি ১৬৫ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালসহ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১৯৯ জনের মৃত্যু হয়েছে।