টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য ১৫৩ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হারারেতে আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১৯ ওভারে হয়ে যায় অলআউট। করতে পারে ১৫২ রান।
শুরুতে উইকেট হারালেও টপ অর্ডারদের কল্যাণে দুর্দান্ত ছিল জিম্বাবুয়ে। সেই তুলনায় সংগ্রহটা তেমন বড় হয়নি। বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মোস্তাফিজু রহমান। দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট পতন স্বাগতিকদের। ৭ রান করা মারুমানিকে ফেরান দি ফিজ। অনেকটা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার।
এরপর মাধেভেরে ও চাকাভা ছোঠখাট ঝড় বইয়ে দেন। পাওয়ার প্লেতে আসে ৫০ রান। দ্বিতীয় জুটি বিচ্ছিন্ন হয় ৭৪ রানের মাথায়। ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। নেন নিজের বলে নিজেই নেন ক্যাচ। ২৩ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাধেভেরে।
তবে ভয়ংকর ছিলেন চাকাভা। দুর্ভাগ্যবশত তিনি হয়ে যান রান আউট। আর সেটা উইকেটরক্ষক সোহানের চতুর থ্রোতে। ২২ বলে ৪৩ রান করেন চাকাভা। তার ইনিংসে ছিল পাচটি চার ও দুটি ছক্কার মার।
বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে দেন ৩১ রান। ৪ ওভারে ২৩ রানে দুটি উইকেট নেন সাইফউদ্দিন। সেখানে ৩ ওভারে ১৭ রানে শরিফুল ইসলাম পান দুই উইকেটের দেখা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব পান এক উইকেট। ৪ ওভারে তিনি দেন ২৮ রান। সৌম্য পান এক উইকেট। উইকেট প্রাপ্তির পর কপালে হাত তুলে সৌম্যর ব্যতিক্রম উদযাপন সবার নজড় কেড়েছে।