ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে জাতীয় সংগীত দিয়ে শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা জুলাইযোদ্ধাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরাতে পুলিশের লাঠিপেটা দেওয়াল টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধারা’, বসেছেন অতিথিদের আসনে এক সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আজ থেকে শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ১২১ Time View
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের ২৪ জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় অংশ নেবেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।
এনটিআরসিএর তথ্যমতে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ও জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণের কাজে নিয়োজিতরা সেখান থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।
গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।
প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৩টি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
Tag :
জনপ্রিয়

জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আজ থেকে শুরু

Update Time : ০৪:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের ২৪ জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় অংশ নেবেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।
এনটিআরসিএর তথ্যমতে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ও জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণের কাজে নিয়োজিতরা সেখান থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।
গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।
প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৩টি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।