বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

মো: সাইফুদ্দীন জুয়েল
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৫০ Time View

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় শহরের থানা রোডের জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মজিব সড়ক হয়ে নিলটুলী এলাকার ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তদব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শামীম হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল হক  ভোলা মাস্টার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অশুভ শক্তি আজ শকুনের মতো জাতির পিঠে চড়ে বসেছে।আজ মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকতে ওরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার সাহস কোথা থেকে পায়? অবিলম্বে অশুভ শক্তির হোতাদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য,কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়।

শনিবার সকালে তা নজরে আসার পর ক্ষোভ জানিয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে।

কারা এই ভাস্কর্য ভাংচুরে যুক্ত ছিল, তা জানা যায়নি।

কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই বেদিদে জাতীয় চার নেতার ভাস্কর্যও থাকবে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102